বিনোদন ডেস্ক
১৩ নভেম্বর ২০২২, ০২:০৪ পিএম
আর মাত্র অল্প কয়েকদিনের দূরত্বে রয়েছে ফুটবল বিশ্বকাপ। উন্মাদনায় ভাসছে গোটা বিশ্ব। সেই ঢেউ লেগেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে। এদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকরা সংখ্যাগুরু। বিশ্বকাপের মৌসুমে এই দুই দল নিয়ে উত্তেজনা কখনও মাত্রা ছাড়ায়।
এই উত্তেজনার পালে হাওয়া দিলেন হিরো আলম। আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে একটি গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। জানিয়েছেন, ব্রাজিলের সমর্থকদেরও নিরাশ করবেন না।
‘জিতবে এবার আর্জেন্টিনা’ শিরোনামের এই গানের কথা ও সুরেও হাত আছে আলমের। এফ এ প্রীতমের সঙ্গে যৌথভাবে গানটির কথা ও সুর করেছেন তিনি।
গানটি নিয়ে হিরো আলম বলেন, ‘বিশ্বকাপের আনন্দ বাড়াতে একটি গান করেছি। আগামীকাল সোমবার দুপুরে গানটি প্রকাশ করা হবে। এর শিরোনাম জিতবে এবার আর্জেন্টিনা। এটা আসলে আর্জেন্টিনার ভক্তদের জন্য, কিন্তু সবারই ভালো লাগবে।’
তবে এতে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মন খারাপ করার কিছু নেই। কেননা তাদের জন্যও রয়েছে হিরো আলমের উপহার। এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘ব্রাজিলের ভক্তদের মন খারাপ করার কারণ নেই। কয়েকদিন পর তাদের জন্যও একটা গান নিয়ে আসছি।’
এর আগে মেসিকে নিয়েও গান গেয়েছিলেন হিরো আলম। ‘২০২১ কোপা আমেরিকা’র সময় ‘উই লাভ মেসি’ নামের গান কণ্ঠে তুলেছিলেন এই কন্টেন্ট ক্রিয়েটর। সেই গান আলোচিত হওয়ার তুলনায় সমালোচিতই বেশি হয়েছিল।
আরআর