বিনোদন ডেস্ক
২২ অক্টোবর ২০২২, ০২:৪৯ পিএম
গর্ব করার মতো আরো এক ব্লকবাস্টার উপহার দিল দক্ষিণি ইন্ডাস্ট্রি। লকডাউনের পর থেকে যে জয়যাত্রা শুরু করেছে সাউথ, তাতে ক্রমেই সাফল্য এসেছে। স্যান্ডালউডের মুকুটে নতুন পালক যোগ করেছে ‘কানতারা’। সম্প্রতি বলিউড অভিনেত্রী কঙ্গনা রণৌত প্রশংসায় ভরিয়ে দিয়েছে রিষভ শেঠি পরিচালিত এই ছবিকে।
সম্প্রতি মুক্তি পেয়েছে কন্নড় ছবিটির হিন্দি সংস্করণ। একাধিক নামকরা তারকার মুখে ‘কানতারা’র প্রশংসা শুনে কঙ্গনাও দেখতে গিয়েছিলেন ছবিটি। আর দেখে তিনি এতটাই অভিভূত হয়েছেন যে ফেরার পথে গাড়িতেই একটি ভিডিও বার্তায় নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
ভিডিওতে কঙ্গনাকে বলতে শোনা যায়, “সবেমাত্র আমার পরিবারকে নিয়ে ‘কানতারা’ দেখলাম, আর আমি এখনও কাঁপছি। কী বিস্ফোরক অভিজ্ঞতা! ঋষভ শেঠি আপনাকে কুর্নিশ। লেখা, পরিচালনা, অভিনয়, অ্যাকশন দুর্দান্ত, অবিশ্বাস্য।’
সিনেমাটির আরও প্রশংসা করে অভিনেত্রী বলেন, ‘সিনেমা এমনি হওয়া উচিত। প্রেক্ষাগৃহেও অনেককে তিনি বিস্ময় প্রকাশ করতে শুনেছেন। এমন কিছু তারা আগে কখনও দেখেননি। ঘোর কাটতে এখনও এক সপ্তাহ লাগবে আমার।’
গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাকশন থ্রিলার ছবিটি এবং আপাতত কর্ণাটকের বক্স অফিস কাঁপাচ্ছে। ইতিমধ্যেই আইএমডিবি রেটিংয়ের নিরিখে ‘কেজিএফ’কে পেরিয়ে গিয়ে সবথেকে বেশি রেটিংপ্রাপ্ত ভারতীয় ছবি হয়ে উঠেছে এটি। এই প্রতিবেদনটি লেখার মুহূর্তে ছবিটির আইএমডিবি রেটিং ৯.৩।
গত ১৪ অক্টোবর ছবির হিন্দি সংস্করণটি মুক্তি পেয়েছে। ১৫ অক্টোবর মুক্তির পর প্রথম দিনেই ঢালাও ব্যবসা করেছে তেলুগু সংস্করণটি। কন্নড় ইন্ডাস্ট্রিতে ব্যবসার দিক থেকে ‘কেজিএফ চ্যাপ্টার-১ ও ২’ এর পরেই রয়েছে ‘কানতারা’র নাম। অন্যদিকে গোটা বিশ্বে এখনও পর্যন্ত ১৭০ কোটি টাকার ব্যবসা করেছে।
/আরএসও