images

বিনোদন

ধর্ম পাল্টানোয় ভারতের মানুষ আমাকে ঘৃণা করে: কবীর সুমন

বিনোদন ডেস্ক

২২ অক্টোবর ২০২২, ১১:৫১ এএম

ঢাকার মঞ্চ মাতিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। গতকাল শুক্রবার ছিল তার তিন দিনের সংগীতানুষ্ঠানের শেষ দিন। বিকাল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠান শেষ হয় রাত ৮টায়। গানের ফাঁকে ফাঁকে ব্যক্তিগতজীবনের নানা কথা শ্রোতাদের সঙ্গে ভাগাভাগি করে নেন এই কিংবদন্তি। এ দিন ধর্ম পরিবর্তন নিয়ে জীবনের খারাপ অভিজ্ঞতার কথা শোনান তিনি।

ধর্ম পাল্টানোর পর থেকেই ভারতীয়দের একটা বড় অংশ কবীর সুমনকে ঘৃণা করতে শুরু করে বলে জানান এ গায়ক। আক্ষেপের সুরে তিনি বলেন, “দেশ, জাতি আর ধর্মের ঊর্ধ্বে উঠে কেবল মানুষ ও মানবতা। আমি যখন ‘আমি চাই’ গানটা করি, তখন আমি সুমন চট্টোপাধ্যায়। এরপর কবীর সুমন হই এফিডেভিট করি। ভারতের মানুষ আমাকে ঘৃণা শুরু করে। অথচ চট্টোপাধ্যায় থাকতে কেউ আমাকে বলেনি হিন্দু নাম নিয়ে এই গান কেন করো? নামটা পাল্টাও। কবীর সুমন করার পর এখন ঠিকই আমাকে ঘৃণা করছেন। অথচ কবীর সুমন নামটার মধ্যে কোনও ধর্মীয় টাইটেল নেই, এটা তারা বুঝলো না।”

তিনি আরও বলেন, ‘আমার গানকে জীবনমুখী, চন্দ্রমুখী অনেক কিছুই বলে কিন্তু তার কোনোটাই আমি বলি না। আমার গান পশ্চিম বাংলায় এখন এভাবে শোনে না। এটা অভিযোগ থেকে বলছি না। একটা দেশের রাষ্ট্রভাষা বাংলা। আর আমার ধর্ম আমার মাতৃভাষা বাংলার সেবা করা। যে দেশের রাষ্ট্রভাষা বাংলা সে দেশে তো আমি আসবোই।’

কবীর সুমনের জনপ্রিয় অ্যালবাম ‘তোমাকে চাই’র ৩০ বছর উদযাপন উপলক্ষে ‘সুমনের গান’ শিরোনামে তিনদিনের আসর হয় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে। এর আগে ১৫ অক্টোবর আধুনিক গান নিয়ে দর্শকদের সামনে মঞ্চে গান গেয়েছেন সুমন। এবং ১৮ অক্টোবর বাংলাদেশে প্রথমবারের মতো সুমন তার লেখা আধুনিক বাংলা খেয়াল গেয়েছেন।

/আরএসও