images

বিনোদন

কী কারণে ব্যাঙ্গ-বিদ্রূপের শিকার দীপিকা

বিনোদন ডেস্ক

০৬ মার্চ ২০২২, ০১:০৯ পিএম

পোশাকে বৈচিত্র্য আনতে গিয়ে নেটিজেনদের ব্যাঙ্গ-বিদ্রূপের শিকার দীপিকা পাড়ুকোন। ‘পাঠান’ ছবির বাকি অংশের শ্যুটিংয়ের জন্য স্পেনে উড়াল দেওয়ার আগে বিমানবন্দরে পাপারাজ্জিদের লেন্সবন্দি হন এই বলিউড সুন্দরী। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুরো লাল রঙে মুড়ে আছেন দীপিকা। লাল সোয়েটার, সঙ্গে লাল লেদার প্যান্ট, মাথায় লাল টুপি, পায়ের আবার হিলতোলা গোলাপি জুতা। হাইনেক সোয়েটারের সঙ্গে গোলাপি হিলসে অভিনেত্রীকে দেখে থ-মেরে যান অনুরাগীরা।

deepika
লাল রঙে মোড়া দীপিকা পাড়ুকোন । ছবি: সংগৃহীত

এমন পোশাকে দীপিকাকে নাকি সার্কাসের জোকারের মতো মনে হচ্ছে! এজন্য সবাই দায় চাপাচ্ছেন তার স্বামী রণবীর সিংয়ের ওপর। মজা করে তারা বলছেন, রণবীরের সঙ্গে থেকে দীপিকার এই হাল হয়েছে। তাদের ধারণা, দীপিকার ফ্যাশন সেন্স বিলুপ্ত হয়ে গেছে। 

রণবীরকে দায়ী করার বিশেষ কারণও আছে। তার পরহিত নানা ডিজাইনের পোশাক নিয়ে বলিউডে বেশ চর্চা হয়। মাঝে মাঝে উদ্ভট সব পোশাক পরে ছবি তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশও করেন।

কোনো লিঙ্গভেদ করেন না রণবীর। কখনও লং স্কার্ট পরে হাজির হন। নারীদের প্রতিনিধিত্ব করে এমন রঙের কাপড় পরেও ছবি প্রকাশ করেন। এসব নিয়ে নেটিজনরা ট্রোল করলেও তাতে কান দেন না তিনি। দীপিকাও তাই।

deepika padukone
দীপিকা পাড়ুকোন । ছবি: ফেসবুক

শাহরুখ খানের হাত ধরেই বলিউডে পথচলা শুরু করেছিলেন দীপিকা। তার সঙ্গে ফের ‘পাঠান’ ছবিতে দেখা যাবে তাকে। এছাড়া জন আব্রাহাম আছেন এতে। শ্যুটিং শেষ না হলেও ইতোমধ্যে সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করেছেন বলিউড বাদশাহ। তিনি জানিয়েছেন, ২০২৩ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাবে তার কামব্যাক সিনেমা। 

আরএসও