বিনোদন ডেস্ক
১৭ অক্টোবর ২০২২, ১০:৩২ এএম
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই একাধিক সিনেমার ঘোষণা দিয়েছেন শাকিব খান। যদিও এক পর্যন্ত একটি সিনেমার কাজও শুরু হয়নি। কবে নাগাদ ঘোষিত সিনেমাগুলোর কাজ শুরু হবে সেটি জানতে উদগ্রীব হয়ে আছেন অনুরাগীরা।
শাকিবের ঘোষিত অন্যতম একটি সিনেমা ‘মায়া’। এটি নির্মাণের জন্য ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পান এ নায়ক। এতে সহ-প্রযোজক হিসেবে থাকবেন তিনি। বিশাল আয়োজনের ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। আর নায়িকা হিসেবে চূড়ান্ত পূজা চেরি।
তবে এই ছবির কাজ মার্চের আগে শুরুর সম্ভাবনা নেই বললেই চলে। দেশের একটি অনলাইন গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন হিমেল আশরাফ। তিনি জানান, ছবির চিত্রনাট্যের শেষ মুহূর্তের কাজ চলছে। এর বাইরে আনুষঙ্গিক প্রস্তুতিরও প্রয়োজন। সেজন্য খানিকটা সময় লাগছে। এর চিত্রনাট্য সাজাচ্ছেন ফেরারী ফরহাদ।
এদিকে মাঝে গুঞ্জন উঠেছিল, ‘মায়া’র পরিচালক হিসেবে বাদ যাচ্ছে হিমেল আশরাফের নাম। তবে এটাকে স্রেফ গুজব বললেন তিনি। জানালেন, ছবিতে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না।
/আরএসও