বিনোদন ডেস্ক
১৫ অক্টোবর ২০২২, ১২:০০ পিএম
সাধারণ মানুষের ধারণা, চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা ধর্ম পালন করেন না। কিন্তু আসলে তা নয়। তারও ধার্মিক হন। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য নিজেকে সঁপে দেন।
জনপ্রিয় খলনায়ক আহমেদ শরীফের কথা ধরা যাক। এখন আর সেভাবে অভিনয়ে দেখা যায় না তাকে। ধর্ম পালনে বেশি সময় ব্যয় করেন। এমনকি নিজের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর বানিয়াপাড়ায় একটি মসজিদও নির্মাণ করেছেন তিনি।
গতকাল শুক্রবার মসজিদের উদ্বোধন করেন আহমেদ শরীফ। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ আরমান উদ্দিন আহমেদ, ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এস এম সুমন, বিশিষ্ট সমাজসেবক ইসহাক মিয়া, মসজিদ কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লীগণ।
আহমেদ শরীফ বলেন, ‘আজকে আমার জন্য খুব খুশির দিন। আমি চিন্তা করেছিলাম, একটা মসজিদ কি করে বানাবো। আমার ধারণাই ছিলো না আমি পারব। আল্লাহর রহমতে এবং সকলের দোয়ার কারণেই এই মসজিদ করতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘এই মসজিদের টানে সূদুর আমেরিকা থেকে চারবার দেশে এসেছি। ওখানে (আমেরিকা) আমার মসজিদের চিন্তায় ঘুম হতো না। মসজিদের কী হলো? কখন পাব। কবে আমার মুসল্লি ভাইয়েরা নামাজ পড়বেন, আমি দেখে যেতে পারব তো? আজ সেই দিন, আমি দেখছি আমার গ্রামের প্রিয় মুসল্লি ভাইয়েরা এখানে নামাজ আদায় করছেন।’
আহমেদ শরীফ আরও বলেন, ‘এখন আমি বাংলা কোরআন পড়ে বুঝতে পেরেছি। আমার চোখ, কান খুলে গেছে। আপনারা প্রত্যেকে বাংলা কোরআন শরিফ পড়ুন। সেখানে সুন্দর করে দেওয়া আছে, সেভাবে কাজ করলে মহান আল্লাহতায়ালা খুশি হবেন।’
জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদ উদ্বোধন হওয়ায় সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া চেয়েছেন আহমেদ শরীফ।
এদিকে মসজিদ নির্মাণ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন আহমেদ শরীফ। তার এমন কাজে খুশি অনুরাগীরা।
/আরএসও