বিনোদন ডেস্ক
১৩ অক্টোবর ২০২২, ০৪:৩৫ পিএম
মাতৃত্বজনিত কারণে বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন পরীমণি। দুই মাস বয়সী পুত্র রাজ্যকে নিয়েই কাটে তার সময়। তাই বলে যে চলচ্চিত্রাঙ্গন থেকে বিচ্ছিন্ন তিনি তা কিন্তু না।
ঢলিউডের চলমান সব বিষয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মন্দ লাগা ভালো লাগা প্রকাশ করেন। এবার এই অভিনেত্রী নিজের ভালো লাগা প্রকাশ করলেন সিয়াম আহমেদের প্রতি।
আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে সিয়ামকে নিয়ে পরীমণি লিখেছেন, ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখিনি কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে।’
তবে ধারণা করা হচ্ছে, স্বামী শরিফুল রাজকে খোঁচা দিতেই সিয়ামকে নিয়ে এভাবে লিখেছেন পরীমণি। কেননা সম্প্রতি রাজ অভিনীত ‘দামাল’ সিনেমার সংবাদ সম্মেলন হয়ে গেল। সেখানে উপস্থিত ছিলেন রাজ, সিয়াম ও বিদ্যা সিনহা মিম। মিমকে মাঝে রেখে ছবি তুলেছেন সিয়াম ও রাজ।
ছবিতে দেখা গেছে, রাজ-মিম একে অন্যের হাত ধরে আছেন। অন্যদিকে সিয়ামের হাতে ছিল না মিমের হাত। হয়তো নিজের স্বামীর হাতের মুঠোয় মিমকে মানতে পারেননি পরীমণি। সেকারণেই নেট দুনিয়ায় জ্বলে উঠলেন চাপা অভিমানে।
আরআর