images

বিনোদন

অত্যন্ত আনন্দিত বাংলাদেশে বসে গাইব: কবীর সুমন

বিনোদন ডেস্ক

১৩ অক্টোবর ২০২২, ০৯:৩৮ এএম

অভিমান ভেঙে ঢাকায় আসছেন বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। গান শোনাবেন ঢাকার শ্রোতাদের। ১৫ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত তিনটি কনসার্টে গাইবেন তিনি। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই আয়োজন করা হয়েছে। ‘তোমাকে চাই’ অ্যালবামের ৩০ বছর পূর্তিতে ঢাকায় তার কনসার্টের আয়োজন প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে কনসার্ট পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে এমনটা জানানো হয়। সেখানে কবীর সুমনের একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।

বাংলাদেশের শ্রোতাদের গান শোনানোর সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সুমন বলেন, ‘অত্যন্ত আনন্দিত বাংলাদেশে বসে গাইব। আমার বয়স প্রায় ৭৪। এখনও যে এই বুড়োর গান শোনার জন্য মানুষের এত আগ্রহ, এটা আনন্দ দেয়। আগ্রহী দর্শকদের বেশিরভাগই তরুণ, এটাও আমার জন্য অত্যন্ত আনন্দের।’

এই আয়োজনে ১৫ অক্টোবর কবীর সুমন গাইবেন আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর গাইবেন আধুনিক বাংলা খেয়াল এবং ২১ অক্টোবর অনুষ্ঠানটি শেষ হবে আধুনিক বাংলা গান দিয়ে।

কবীর সুমনের এই কনসার্টের আয়োজক ‘পিপহোল’। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফুয়াদ বিন ওমর বলেন, ‘এই বয়সেও আমাদের আয়োজনটি নিয়ে তিনি (সুমন) বেশ উচ্ছ্বসিত। তিনি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে না পারলেও সবার জন্য একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন।’

আয়োজকরা জানান, ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে ১৫ ও ২১ অক্টোবরের টিকিট শেষ হয়ে গেছে। ১৮ অক্টোবরের টিকেটও শেষের পথে। দেশ ও দেশের বাইরে থেকে অনলাইনে অনুষ্ঠানটি উপভোগ করা যাবে। তবে সেক্ষেত্রেও আলাদা টিকিট সংগ্রহ করার ব্যবস্থা রয়েছে।

/আরএসও