বিনোদন ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:০১ পিএম
আলিয়া ভাটের ক্যারিয়ারে নয়া মোড়। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার ট্রেইলারে তিনি যেভাবে হাজির হলেন তাতে মনে হবে, চেনা আলিয়া অচেনা হয়ে ধরা দিলেন। চরিত্রের প্রয়োজনে বদলে ফেলেছেন অনেকটা। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) নেট দুনিয়ায় উন্মুক্ত হয়েছে ট্রেইলার। তারপর থেকেই হুমড়ি খেয়ে পড়েছে দর্শক।
ঘিয়ে রঙা শাড়ি। চোখে কাজল। কপালে জোড়া লালটিপ। রাস্তা দিয়ে রানীর মতো হেঁটে আসছেন এক নারী। চোখে সোনালী ফ্রেমের চশমা। শাড়িতে সোনার কারুকাজ। ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে, তিনি যে রাস্তাটিতে হাঁটছেন সেটি অন্যসব সাধারণ রাস্তা নয়। দেহপসারিনীদের এলাকার রাস্তা যেমনটি হয়।
যে নারীটি হেঁটে আসছেন তিনি ওই দেহপসারিনী এলাকার রানী ‘ম্যাডাম অব কামাথিপুরা’। তাকেই পর্দায় তুলে ধরছেন আলিয়া। ট্রেইলারে তার অনবদ্য উপস্থিতি দর্শকের অনুভূতিকে আন্দোলিত করেছে। তাই পুরো সিনেমা দেখার অপেক্ষায় তারা।
হুসেন জাইদির বিখ্যাত উপন্যাস ‘মাফিয়া কুইন অব মুম্বাই’য়ে উঠে এসেছে গাঙ্গুবাইয়ের জীবনের নানা অজানা অধ্যায়। জানা যায়, গাঙ্গুবাই তার বাবার হিসাবরক্ষক রমনিক লালের সঙ্গে মাত্র ১৬ বছর বয়সেই গোপনে বিয়ে করে পালিয়ে যান। তবে মুম্বাইয়ে পৌঁছাতেই রমনিক তাকে মাত্র পাঁচ শ’ টাকায় বিক্রি করে দেয়। ছোট বয়সেই জোর করে গাঙ্গুবাইকে দেহব্যবসায় নামনো হয়।
মাফিয়া ডন করিম লালার গ্যাঙের এক সদস্য গাঙ্গুবাইকে ধর্ষণ করে, যার বিচার চেয়ে গাঙ্গুবাই করিম লালার সঙ্গে দেখা করেন এবং তার হাতে রাখি বেঁধে মাফিয়া ডন করিম লালাকেই ভাই বানিয়ে নেন। আর এরপরই কামতাপুর এলাকায় গাঙ্গুবাইয়ের রাজত্ব শুরু হয়।
তবে শোনা যায়, কোনো মেয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গাঙ্গুবাই তাকে দেহব্যবসায় রাখতেন না। পরবর্তীকালে মুম্বাইয়ের কামতাপুর এলাকায় নিজের কোঠা চালাতেন। তবে সেসময় দাঁড়িয়ে গাঙ্গুবাই মুম্বাইয়ের যৌনকর্মী ও অনাথ শিশুদের জন্য বেশকিছু কাজও করেন।
হুসেন জাইদির এই উপন্যাস পর্দায় তুলে আনেন সঞ্জয় লীলা বানশালি। এই ছবিতে মাফিয়া করিম লালার চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। এছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন জিম সর্ভ, সীমা পাহওয়া, হুমা কুরেশি, শান্তনু মাহেশ্বরী। তবে ট্রেইলারে রাজিয়াবাঈয়ের চরিত্রে নজর কেড়েছেন বিজয় রাজ। তিনি যে জাত অভিনয়শিল্পী, তা সামান্য ঝলকেই বোঝা গিয়েছে।
এদিকে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র মুক্তির পথে বারংবার বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা। বিগ বাজেটের এই ছবি মুক্তির জন্যে পরিচালক সিনেমাহলের মুখাপেক্ষী হয়েই বসে ছিলেন এতদিন। তবে করোনার বাধা পেরিয়ে অবশেষে মুক্তির পথে হেঁটেছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। ২৫ ফেব্রুয়ারি ছবির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ছবি নির্মাতাদের পক্ষ থেকে।
আরএসও