images

বিনোদন

নেগেটিভ চরিত্রে অভিনয়ের কারণ জানালেন মিথিলা

বিনোদন প্রতিবেদক

০৩ মার্চ ২০২২, ১২:২১ পিএম

দুই বাংলার সিনেমাতেই এখন সমান ব্যস্ত রাফিয়াত রশিদ মিথিলা। পাশাপাশি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজও করছেন। সেই সঙ্গে সামলাচ্ছেন সংসার। দেবী দুর্গার মতোই যেন তিনি দশভূজা। 

সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা। দর্শক তাকে সবসময় ইতিবাচক চরিত্রে দেখে অভ্যস্ত। তবে এবার চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চলেছেন তিনি। তাই নতুন ছবিতে নেতিবাচক একটি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে। 

Mithila
প্রথম কোনো নেতিবাচক চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন মিথিলা । ছবি: ফেসবুক

এই ছবিতে মিথিলার চরিত্রের নাম কঙ্কন দাসী। চরিত্রটি তার খুব পছন্দের বলে জানান তিনি। মিথিলা বলেন, ‘কঙ্কন দাসীর চরিত্রটি আমি ভালোবেসে ফেলেছি। তিনি এই ছবির প্রধান ভিলেন। এধরনের চরিত্র সবসময় পাওয়া যায় না। আমি এতদিন টেলিভিশনে যেরকম চলচ্চিত্রে অভিনয় করে এসেছি সেগুলো থেকে এই চরিত্রটি সম্পূর্ণ আলাদা। এমন একটি চরিত্রে অভিনয় আমার জন্য বড় চ্যালেঞ্জ।’

তিনি আরও বলেন, ‘গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে কাজের ইচ্ছা সবসময় ছিল। তিনি অত্যন্ত গুণী একজন নির্মাতা। আমি তাকে অনেক বছর ধরে চিনি। তবে কখনও কাজ হয়নি। ডেভলপমেন্ট সেক্টরে কাজের কারণে খুব বেশি কাজ করতে পারি না। সেকারণে সম্ভবত তার পরিচালনায় অভিনয় করা হয়নি। এখন সেই সুযোগটা হচ্ছে।’

Mithila
দুই বাংলায় সমানতালে কাজ করছেন মিথিলা । ছবি: ফেসবুক

অনুরাগীরা নেতিবাচক চরিত্রে সহজভাবে নেবেন কি না— জানতে চাইলে মিথিলা বলেন, “যখন পরিচালক আমাকে গল্প শুনিয়েছিলেন তখন কোনো চরিত্র নির্বাচন করা হয়নি। সেসময় হয়ত বলতেই পারতাম যে, আমি ‘কাজলরেখা’ চরিত্রে অভিনয় করতে চাই। কিন্তু আমার কাছে ‘কঙ্কন দাসী’র চরিত্রটি ব্যতিক্রম মনে হয়েছে। কারণ, মনে হয়েছে এই চরিত্রটি ফুটিয়ে তোলা আমার জন্য চ্যালেঞ্জ হবে। দর্শকও বেশ ভালোভাবেই গ্রহণ করবেন বলে আশা করি।’

এদিকে কলকাতার ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর ‘মন্টু পাইলট’ ওয়েব সিরিজের নতুন পর্বে যুক্ত হয়েছেন মিথিলা। এ প্রসঙ্গে তিনি বলেন, “এটি ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় কিস্তি। তবে কেউ যদি প্রথম পর্ব না দেখেন তাহলেও উপভোগ করতে পারবেন। কাহিনি বুঝতে কোনো সমস্যা হবে না। সিরিজটিতে নীলকুঠির বাইরের একটি সাধারণ মেয়ের চরিত্রে দেখা যাবে আমাকে। কিন্তু ঘটনাক্রমে আমি নীলকুঠিতে পৌঁছে যাই। কীভাবে আমি নীলকুঠিতে গেলাম? মন্টু কীভাবে ফিরে এলো? বিবিজানের জীবনে কী হলো— এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে নতুন পর্বে। অনেক টুইস্ট আছে এতে।’

Nirab-Mithila
প্রথম ছবিতে নিরবের সঙ্গে জুটি বাঁধেন মিথিলা । ছবি: ফেসবুক

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন মিথিলা। এতে তিনি জুটি বাঁধেন নিরবের সঙ্গে। এরপর কলকাতার ‘মায়া’ সিনেমায় অভিনয় করেন মিথিলা। এছাড়া তার হাতে আছে সেখানকার আরও দুটি সিনেমা। সিনেমা দুটি হলো—  ‘অ্যা রিভার ইন হ্যাভেন’ ও ‘নীতিশাস্ত্র’। প্রথমটির পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। আর দ্বিতীয়টি পরিচালনার দায়িত্বে আছেন অরুণাভ খাসনবিশ। অ‌্যান্থলজিধর্মী এই সিনেমায় একজন চিকিৎসকের ভুমিকায় দেখা যাবে তাকে। 

আরএসও