images

বিনোদন

অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে ক্ষিপ্ত রাখির প্রেমিক

বিনোদন ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৮ পিএম

হাঁটুর বয়সী প্রেমিক আদিল খানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বলিউড লাস্যময়ী রাখি সাওয়ান্ত। আদিল তাকে আলোকিত জীবন উপহার দিয়েছেন, তার জন্য খোলামেলা পোশাকও পরিহার করবেন— এসব শুনিয়েছিলেন। এবার সেই প্রেমিকের নামে আনলেন ভয়ংকর অভিযোগ। জানালেন, পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে তেড়ে আক্রমণ করতে এসেছিলেন তিনি।

সম্প্রতি এক মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন রাখি। সেখানে চরিত্রের প্রয়োজনে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয় তাকে। কিন্তু নিজের প্রেমিকাকে অন্যের সঙ্গে এভাবে মানতে পারেননি আদিল। তিনি এতটাই ক্ষিপ্ত হন যে রেগে মারতে যান ওই মডেলকে।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে রাখি বলেন, ‘ওই মিউজিক ভিডিওতে রাজ স্যরের সঙ্গে আমার এক ঘনিষ্ঠ দৃশ্য ছিল। আদিল সেটা জানত না। আমি ওকে শুটিং চলাকালীন বলি, এমন একটা দৃশ্য আছে যেখানে হিরো এসে আমার সঙ্গে রোম্যান্স করবে। হিরোর খারাপ লাগবে ও সে সেই জায়গা ছেড়ে চলে যাবে। শুট শুরু হল। ভিলেন আমার সঙ্গে রোম্যান্স করা শুরু করল। আর তখনই ওর পজেসিভ সত্ত্বা ক্রমশ বাইরে আসতে শুরু করল। হঠাৎ করেই দেখলাম অনস্ক্রিন ভিলেনকে মারতে গেল সে। তখন রাজ স্যর (ভিলেন) কোনোভাবে ওকে শান্ত করিয়ে বললেন, এ শুধুই অভিনয়। আমার সঙ্গে আসলে রোম্যান্স করছেন না তিনি।’

প্রাক্তন স্বামীর ঘরে ভালো ছিলেন না রাখি। রিতেশের দুর্ব্যবহার মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছিল তাকে। ভীষণ ভেঙে পড়েছিলেন তিনি। একপর্যায়ে আত্মহত্যার সিদ্ধান্তও নিয়েছিলেন। ঠিক সেসময় তার জীবনে আসেন আদিল। চুটিয়ে প্রেম করছিলেন তারা। এবারই প্রথম প্রেমিকের নামে মন্দ কথা শোনা গেল এই ‘বিগ বস’ তারকার মুখে।

আরআর