images

বিনোদন

তারিখটা মনে রাখতে বললেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক

০২ মার্চ ২০২২, ০৬:১৪ পিএম

বক্স অফিসে ‘জিরো’ ছবির ব্যর্থতার পর ভেঙে পড়েছিলেন শাহরুখ খান। কিছুতেই যেন ব্যর্থতার কারণ খুঁজে পাচ্ছিলেন না। তাই পরবর্তী সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে সময় নিচ্ছিলেন। হুটহাট কোনো সিনেমায় কাজ করতে চাননি। যদিও পরিচালকের তরফ থেকে একের পর এক চিত্রনাট্য গেছে তার বাসায়। সেইসব চিত্রনাট্য থেকে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবির গল্প তার ভালো লাগে।

এরপর করোনার মধ্যেই একটু একটু করে সিনেমার শ্যুটিং হয়। এখনও ছবির দৃশ্যধারণের কাজ শেষ হয়নি। তবে ইতোমধ্যে ছবির মুক্তির তারিখ জানিয়ে দিয়েছেন স্বয়ং শাহরুখ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির টিজার প্রকাশ করে ক্যাপশনে লেখেন, “জানি দেরি হয়েছে। তবুও তারিখটা মনে রাখবেন। ‘পাঠান’ মুক্তি পাবে ২৩ জানুয়ারি ২০২৩।”

Shahrukh khan
‘পাঠান’ ছবিতে শাহরুখের লুক । ছবি: সংগৃহীত

এ সময় শাহরুখ জানিয়ে দেন, হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। সুতরাং এ থেকে বোঝা যায়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও রাজত্ব করতে চান বলিউড বাদশাহ। 

শাহরুখের পোস্ট করা টিজারটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে এতে শাহরুখ নিজের চেহারা উহ্য রেখেছেন। আর তাতেই অনুরাগীদের মনে তৈরি হয়েছে তুমুল প্রত্যাশা। 

ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এই নিয়ে চতুর্থবারের মতো তার জুটি বেঁধে অভিনয় করছেন। এছাড়া আছেন জন আব্রাহাম। ছবির প্রযোজক যশরাজ ফিল্মস।

আরএসও