images

বিনোদন

কে হবেন ‘আশিকী-৩’ সিনেমার নায়িকা

বিনোদন ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩১ পিএম

সম্প্রতি বলিউডের জনপ্রিয় সিনেমা ‘আশিকী’ -এর তৃতীয় কিস্তি নির্মাণের ঘোষণা এসেছে। বরাবরের মতো এবারও বদলে যাচ্ছে সিনেমাটির পাত্র-পাত্রী। এরইমধ্যে জানা গেছে, নায়ক হিসেবে এ পর্বে থাকছেন কার্তিক আরিয়ান। তবে কে হবেন ‘আশিকী-৩’ -এর নায়িকা— তা এখনও পরিষ্কার না।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিনেমাটির এই অধ্যায়ে প্রাথমিকভাবে কয়েকজনকে ভাবছেন নির্মাতা। তারা হলেন দীপিকা পাড়ুকোন, কৃতি স্যানন ও শ্রদ্ধা কাপুর। এই তিনজনের কোনো একজনকে নিয়েই সিনেমা শুরু করার ইচ্ছা পরিচালকের।

এর আগে গুঞ্জন উঠেছিল পরবর্তী ‘আশিকী’তে নায়িকার চরিত্রে দেখা যাবে টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে। তবে বিষয়টিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতা।

‘আশিকী’ সিরিজের প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৯০ সালে। এতে অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগরওয়াল। ছবিটি সেসময় তুমুল জনপ্রিয়তা অর্জন করে। এর ২৩ বছর পর ২০১৩ সালে নির্মাণ করা হয় ‘আশিকি-২’। এই সিনেমাটিও দারুণভাবে ব্যবসাসফল হয়। চলচ্চিত্রটির গানগুলো সবার মুখে মুখে ছিল। দ্বিতীয় কিস্তিতে অভিনয় করছেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। কিন্তু কে হবেন ‘আশিকী-৩’ -এর নায়িকা— সে ব্যাপারেও দেননি কোনো ধারণা বা আনুষ্ঠানিক ঘোষণা।

এত সহসা ‘আশিকী’ ভক্তদের অপেক্ষার প্রহর কাটবে না। কেননা জানা গেছে,সিনেমাটির শুটিং শুরু হবে আগামী বছর। এবারের আশিকী নির্মাণ করবেন অনুরাগ বসু।

আরআর