images

বিনোদন

ক্যানসারে মারা গেলেন অভিনেতা মিলনের স্ত্রী

বিনোদন ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৬ এএম

মারা গেছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ। যুক্তরাষ্ট্রের সময় রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫৭ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। 

স্ত্রীর মৃত্যু খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন আনিসুর রহমান মিলন। তিনি লেখেন, ‌আমার স্ত্রী পলি আহমেদ আজ সকালে ১১ টা ৫৭ মিনিটে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মিলনের স্ত্রী পলি থাকতেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। ওখানেই চিকিৎসা চলছিল তার। গত কয়েকবছর তাই মিলনের কেটেছে বাংলাদেশে থেকে আমেরিকা যাওয়া-আসার মধ্যে। 

/আরএসও