বিনোদন ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩২ পিএম
বরেণ্য গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়। কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। তাকে একনজর দেখতে তারকারা ছুটে গেছেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে।
মনির খান বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার ছিলেন আমার পিতার মতো। প্রতিদিনই তার সঙ্গে ফোনে কথা হতো। একদিন ফোন না করলে উনি ফোন করে শরীর খারাপ কিনা জিজ্ঞেস করতেন। তার মতো গুণী মানুষ আমরা আর কখনো পাব না।’
অনন্ত জলিল বলেন, ‘২০০৯ সাল থেকে গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে আমার পরিচয়। উনি আমাকে প্রথমদিন দেখে বলেছিলেন আমি একজন সৎ মানুষ। এতগুলো বছর ধরে গাজী মাজহারুল আনোয়ার সাহেবকে চিনি কিন্তু আজ পর্যন্ত চলচ্চিত্রের মানুষ হয়েও তার কোনো বদনাম নেই। তাহলে আমাদের বোঝা উচিত উনি কতটা ভালো মানুষ।’
চিত্রনায়ক রিয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘শিল্পীর কোনো প্রয়াণ নেই। দীপশিখা হয়ে জ্বলবে তার অমরকীর্তি যুগ থেকে যুগান্তরে।’
কুমার বিশ্বজিৎ বলেন, ‘আকস্মিকভাবে দুঃসংবাদটি পেলাম। এত বড় শোক নেওয়া ভীষণ কষ্টকর; অনেক বেশি ভারী মনে হচ্ছে।’
গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। জানা গেছে, গত কয়েক দিন থেকে অ্যাসিডিটির সমস্যায় ভুগছিলেন তিনি। সকালে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। তিনি এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। তার মেয়ে দিঠি আনোয়ার একজন কণ্ঠশিল্পী। বর্তমানে দেশের বাইরে আছেন। মেয়ে দেশে ফিরলে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন ছেলে সারফরাজ আনোয়ার। বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
আরএসও