বিনোদন ডেস্ক
৩১ আগস্ট ২০২২, ০১:১৫ পিএম
ভারতের অস্কার হিসেবে পরিচিত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের আসর বসে গতকাল মঙ্গলবার। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। জাকজমকপূর্ণ এই আয়োজনে বলিউডের নামিদামি সব তারকারা অংশগ্রহণ করেছিলেন।
রেড কার্পেট থেকে স্টেজ পারফরম্যান্স, বলিউড তারকারা যেন জ্বলজ্বল করছিলেন তাদের আলোর ছটায়! ২০২১ সালের হিন্দি সিনেমার সকল সেরাকে সম্মানিত করার জন্য লোভনীয় ব্ল্যাক লেডি (ফিল্মফেয়ার পুরস্কার) ধরা দিয়েছে বিজয়ীদের হাতে।
এ বছর সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর সিং। কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তার এই অর্জন। কৃতি শ্যাননের হাতে উঠেছে সেরা অভিনেত্রীর পুরস্কার।
সমালোচকদের রায়ে ‘সর্দার উদাম’ সিনেমার সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন ভিকি কৌশল। একই ক্যাটাগরিতে ‘শেরনি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার তুলেছেন বিদ্যা বালান।
জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা সিনেমা হয়েছে ‘শেরশাহ’ এবং সমালোচক ক্যাটাগরিতে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘সরদার উদাম’। সেরা পরিচালক হয়েছেন ‘শেরশাহ’ সিনেমার বিষ্ণুবর্ধন। সেরা সহ-অভিনেতা হয়েছেন ‘মিমি’ সিনেমার পঙ্কজ ত্রিপাঠী। সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সাই তামহাকর।
সেরা গায়ক হয়েছেন ‘শেরশাহ’ সিনেমার ‘মন ভরেয়া ২.০’ গানের জন্য বি প্রাক এবং সেরা গায়িকা হয়েছেন ‘শেরশাহ’ সিনেমার ‘রাতাঁ লম্বিয়া’ গানের জন্য আশিষ কৌর।
আরএসও