images

বিনোদন

‘খুফিয়া’র টানে মুম্বাই গেলেন বাঁধন

বিনোদন ডেস্ক

৩০ আগস্ট ২০২২, ০৫:৫৫ পিএম

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘খুফিয়া’র টিজার। তারপর থেকেই আলোচনায় রয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাকে নিয়ে যখন নেটিজেনরা প্রশংসায় ব্যস্ত ঠিক তখন এই অভিনেত্রী ফের উড়ে গেলেন মুম্বাই। জানালেন, খুপিয়ার শুটিং এখনও কিছুটা বাকি রয়েছে। তাতে অংশ নিতেই মুম্বাইয়ে পাড়ি জমিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘রিলিজ ডেট দুই-তিন দিনের মধ্যে চূড়ান্ত হবে। এরমধ্যে আমাকে জরুরি কলে আসতে হলো। এখানে দুদিনের শুটিং বাকি আছে।’

‘খুফিয়া’তে বাঁধন অভিনয় করেছেন টাবুর সঙ্গে। এই সিনেমায় বাঁধনের যুক্ত হওয়ার অন্যতম একটি কারণ অভিনেত্রী টাবু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ছবিতে যুক্ত হওয়ার পেছনে আরেকটি কারণ টাবু। তিনিও বড় একটা ফ্যাক্টর এই ছবির। আমার তার ক্যারিয়ারগ্রাফ খুব পছন্দ। মনে হলো কখনও তিনি স্রোতে গা ভাসানো মানুষ না। মনে হয়েছে, তার সঙ্গে যখন স্ক্রিন শেয়ারের সুযোগ হয়েছে সেটাও বড় একটা যুক্তি। আর এই ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ শেখার জন্য মানুষ দূর থেকেও বসে থাকে। দেখে দেখে শেখে। সেখানে সরাসরি কাজ করার সুযোগটি কাজে লাগাতে চেয়েছি। এমন সুযোগ তো সচরাচর মেলে না। এই অভিজ্ঞতা আমার সামনের জীবনে কাজে লাগবে।’

জানা গেছে, নেটফ্লিক্স প্রযোজিত এই সিনেমাটিতে বাঁধন অভিনয় করেছেন একজন বাংলাদেশি মেয়ের চরিত্রে। তার আগে এই সিনেমায় অভিনয়ের প্রস্তব পেয়েছিলেন বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরী। কিন্তু তারা দুজনেই এই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ হিসেবে জানা গিয়েছিল, গল্পে বাংলাদেশ নিয়ে নেতিবাচক বিষয় থাকায় এতে অভিনয় করতে রাজি হননি তারা। মিম ও মেহজাবীন ফিরিয়ে দিতেই প্রস্তাব আসে বাঁধনের কাছে। তারপরই সিনেমাটিতে যুক্ত হন তিনি।

আরআর