images

বিনোদন

‘হাওয়া’ নিয়ে কাজী হায়াতের ক্ষোভ

বিনোদন ডেস্ক

২২ আগস্ট ২০২২, ০৪:৪৪ পিএম

বাংলা চলচ্চিত্রে সুদিন ফিররে শুরু করেছে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমাটি। মুক্তির পর থেকেই দর্শকের চাহিদার তুঙ্গে রয়েছে। সেইসঙ্গে বেশ বিপত্তিও কম হচ্ছে না এই ছবি নিয়ে।

শুরু থেকেই বিভিন্ন অভিযোগ তাড়া করে ফিরছে সিনেমাটিকে। তবে সার্বক্ষণিক সঙ্গী হিসেবে আছে অশ্লীল সংলাপ যোগের অভিযোগটি। অনেকেই এ প্রসঙ্গে কথা বলেছেন। এবার মুখ খুললেন কাজী হায়াৎ। প্রকাশ করলেন দুঃখ ও ক্ষোভ।

কাজী হায়াৎ বলেন, “আমার একটা দুঃখ আছে ‘হাওয়া’ নিয়ে। শুনেছি অনেক গালাগালি আছে সিনেমাটিতে। অথচ আমি ‘ধর’ সিনেমায় মগবাজারের পাগলীর ছেলে; যে লেখাপড়া জানে না, যে জানে না আদৌ তার জন্ম কোথায়, কীভাবে সে মানুষ, তার মুখে গালি দিয়েছিলাম। সিনেমাটি নামিয়ে দেওয়া হয় সেন্সর বোর্ড থেকে।”

এরপর তিনি বলেন, ‘তৎকালীন নেতা সোহেল রানা, শহীদুল ইসলাম খোকন সিনেমাটি হল থেকে নামিয়ে ব্যান করে দিয়েছিলেন। আমাকে বলা হয়েছিল, অশ্লীলতার চরমে পৌঁছে গেছে কাজী হায়াৎ। তাহলে এটা কোন অশ্লীলতা? এখন এই বুদ্ধিজীবীরা কোথায়? তারা কেন বলেন না এটা অশ্লীলতা? এটাই আমার দুঃখ।’

কাজী হায়াৎ ‘ধর’ সিনেমায় পিতৃপরিচয়হীন এক পথশিশুর জীবনের গল্প বলেছিলেন। তুলে ধরেছিলেন সমাজের বাস্তব চিত্র। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন নায়ক মান্না।

আরআর