images

বিনোদন

অভিনয় ছেড়ে সন্নাসী হলেন ভারতীয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক

২০ আগস্ট ২০২২, ০১:৩৪ পিএম

ধর্মের টানে অভিনয় ছাড়লেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী নূপুর অলঙ্কার। শুধু তাই নয়, বেছে নিয়েছেন সন্ন্যাস জীবন। সম্প্রতি দেশটির এক সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।

নূপুর সন্নাসী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চলতি বছরেই। ফেব্রুয়ারি মাস থেকে বদলে যায় তার জীবন। যদিও আধ্যাত্মিকতার প্রতি তার টান ছিল আগে থেকেই। খুঁজছিলেন ব্রতের সঠিক রাস্তা। তাকে পথ দেখায় সিনে অ্যান্ড টিভি অর্টিস্ট অ্যাসোসিয়েশন কমিটি।

এই সংস্থার মাধ্যমে নূপুর গুরু শম্ভু শরণ ঝা’র দেখা পেয়েছেন। এবার হিমালয়ের পথে পা বাড়াতে চান তিনি। নিজের ফ্ল্যাট দিয়েছেন ভাড়ায়। সেই অর্থেই বইবেন নিজের খরচ পাশাপাশি সাধনার খরচ। পূরণ করবেন মনের ইচ্ছা। তীর্থ করবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।

মানুষের সেবা করবেন বলেও জানিয়েছেন নূপুর। মোট ২৭ বছরের অভিনয় কেরিয়ারে ১৫৭টি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘শক্তিমান’ থেকে শুরু করে ‘ঘর কী লক্ষ্মী বেটিয়া’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। পাশাপাশি ‘সাওয়ারিয়া’, ‘সোনালি কেবলের’ মতো ছবিতেও অভিনয় করেছেন।

সম্প্রতি ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নূপুর জানান, কেন সাধারণ মানুষ ভাবছেন তিনি অসহায় হয়ে, মানসিকভাবে ভেঙে পড়ে এই সিদ্ধান্ত নিচ্ছেন, তার জানা নেই।

তিনি আরও জানান, ২০২০ সালের ডিসেম্বরে মায়ের মৃত্যুর পর বুঝতে পারেন, আর কোনো কিছুতেই হারানোর ভয় পান না। সব রকমের বন্ধন থেকে মুক্ত। যতদিন বৈবাহিক জীবন ছিলেন, ততদিন ভীষণ সুখের ও সুন্দর ছিলেন। এখন তিনি সকল কিছু থেকে নিজেকে সরিয়ে এনেছেন বলেই দাবি করেন।

আরএসও