images

বিনোদন

সন্তানের আকিকা দিলেন পরীমণি-রাজ

বিনোদন ডেস্ক

১৮ আগস্ট ২০২২, ১১:৩৭ এএম

পুত্রসন্তান জন্মের পাঁচ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন পরীমণি। বাসায় ফিরে প্রথমে ধর্মীয় বিধান অনুসারে দুটি ছাগল জবাই করে নবজাতকের আকিকা সম্পন্ন করেছেন।

বুধবার (১৭ আগস্ট) দেওয়া হয় আকিকা। তথ্যটি ফেসবুকে নিশ্চিত করেছেন পরীমণির মিডিয়ার ‘মা’ চয়নিকা চৌধুরী। এ সময় তিনি পরীমণি-রাজ ও তাদের সন্তানের একসঙ্গে তোলা ছবি প্রকাশ করেন।

100%

চয়নিকা ফেসবুকে লিখেছেন, ‘অনেক অনেক আশীর্বাদ রাজ্য (ছেলের নাম) তোমার জন্য। মায়ের মতো সাহসী আর সুন্দর মনের মানুষ হও, নিরাপদে থেকো। আর বাবার মতো সাহসী প্রেমিক ও কেয়ারিং হও। এই প্রার্থনা। নানীমাকে কিন্তু ভুলে যেও না! হুম! আদর আদর আদর।’

বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে।

আরএসও