বিনোদন প্রতিবেদক
০৪ আগস্ট ২০২২, ০১:৫৪ পিএম
জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এক রেডিও অনুষ্ঠানে মিশাকে তিনি ‘সুবিধাবাদী’ বলে সমালোচনা করেন।
বাপ্পি বলেন, “যেখানে ট্রেন্ড হয় সে ওখানে লাফায়। লাইক আমাদের মিশা ভাই। ‘পরাণ’ ট্রেন্ডে যাচ্ছে মিশা ভাই ‘পরাণ’-এর ট্রেন্ডে দৌড়াচ্ছে। ‘হাওয়া’ ট্রেন্ডে ‘হাওয়া’তে দৌড়াচ্ছে। সুবিধাবাদি ট্রেন্ড আর কী।”
বাপ্পির এমন কথা কানে পৌঁছেছে মিশার। কিন্তু তিনি রেগে যাননি। বরং তার কথায় এ নায়কের প্রতি ভালোবাসা ঝরে পড়ল।
মিশা বলেন, ‘চলচ্চিত্রের স্বার্থে আমি এটা করেছি। এটা নিয়ে অন্যের কথা কানে তুলতে চাই না। আমি ঠিক সময়ে বিয়ে করলে বাপ্পীর মতো ছেলে থাকত। আমি তাকে ছেলের মতো দেখি। কখনও কখনও ছেলে বাবার সঙ্গে বেয়াদবি করে। তাই বলে বাবা ছেলের সঙ্গে বেয়াদবি করে না। বাপ্পি হয়তো না বুঝে কথাগুলো বলেছেন। আমি চাই আগামীতে আরও ভালো কাজ করুক।’
বাপ্পি অভিনীত সবশেষ ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’। নায়কের দাবি, করোনার পর এই সিনেমার মাধ্যমে দর্শক সিনেমা হলে ফেরা শুরু করেছেন।
এদিকে বাপ্পীর অভিনয়ে দর্শকের অভিযোগ থাকলেও পরিচালক ভরসা হারাচ্ছেন না তার ওপর থেকে। যার ফলে মুক্তির অপেক্ষায় আছে একাধিক সিনেমা। সেগুলো হলো— ‘জয় বাংলা’, ‘ডেঞ্জার জোন’, ‘৫৭০’, ‘কুস্তিগীর’ ইত্যাদি। এ ছাড়া বর্তমানে ‘শত্রু’ শিরোনামের অ্যাকশনধর্মী সিনেমার কাজে ব্যস্ত আছেন।
আরএসও