বিনোদন ডেস্ক
৩০ জুলাই ২০২২, ০৫:১৬ পিএম
বলিউডের লাস্যময়ী অভিনেত্রী শিল্পা শেঠি ফের তার রূপের দ্যুতি ছড়াবেন ঢাকায়। শনিবার (৩০ জুলাই) মিরর ম্যাগাজিন ম্যাক্স শপার্স প্রেজেন্স আয়োজিত বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২ -এ অংশ নিতে ঢাকা আসছেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন এই তারকা।
খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পা নিজেই জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ঢাকার আয়োজনে যোগ দিতে আমি মুখিয়ে আছি। ঢাকায় আমার অনেক ভক্ত আছেন। আশা করছি, সবার সঙ্গে দেখা হবে।’
এ প্রসঙ্গে আয়োজক সূত্র থেকে জানা গেছে, আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকায় এসে পৌঁছাবেন শিল্পা। রাজধানীর একটি অভিজাত হোটেলে রাত আটটায় অনুষ্ঠান শুরু হবে। সেখানে সেরা লিডারদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি। পাশাপাশি অনুষ্ঠানে পারফর্ম করবেন।
মিররের প্রধান শাহজাহান ভূঁইয়া রাজু জানিয়েছেন, শিল্পা শেঠি ছাড়াও এই আয়োজনে দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন তাহসান খান, মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস, দীঘিসহ আরও অনেকে।
এর আগে ২০১৬ সালে ঢাকায় এসেছিলেন শিল্পা। সেবার তিনি ‘প্যাশন ফর ফ্যাশন’ নামক একটি ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন।
আরআর