বিনোদন ডেস্ক
২৯ জুলাই ২০২২, ০৬:৫৬ পিএম
বলিউডে সুখবরের বন্যা বইছে। একের পর এক মা হওয়ার সংবাদ দিচ্ছেন তারকারা। সোনম কাপুর, আলিয়া ভাটের পর এবার মা হতে যাচ্ছেন বিপাশা বসু। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসছে তথ্যটি।
এ বিষয়ে বিপাশা ও তার স্বামী করণ সিং গ্রোভার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। তাদের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, খুব শীঘ্রই বিষয়টি সামনে আনবেন তারা।
জানা গেছে, প্রথম সন্তানের আগমনের সংবাদে দারুণ খুশি এই দম্পতি। নতুন অতিথির আগমনের অপেক্ষায় উন্মুখ হয়ে আছেন তারা। করণ অন্তঃসত্ত্বা স্ত্রীর সেবা-যত্নের কোনো ত্রুটি রাখছেন না।
এদিকে চলতি বছরের এপ্রিলে বিয়ের অর্ধযুগ পূর্ণ হয়েছে তাদের। ২০১৫ সালে ‘অ্যালন’ নামের একটি ছবির শুটিং সেটে বিপাশার সঙ্গে পরিচয় হয় করণের। সেই পরিচয় থেকেই প্রণয়ের শুরু হয়।
প্রাক্তন প্রেমিকদের সঙ্গে দীর্ঘ সময় প্রেম করলেও করণের সঙ্গে গাঁটছড়া বাঁধতে বেশি সময় নেননি এই বাঙালি কন্যা। একবছরের মাথায় তার গলায় মালা পরিয়ে নিন্দুকদের মুখে ছাই দেন তিনি। কেননা বিপাশা-করণের প্রেমের সংবাদ চাউর হতেই তাদের প্রেম টিকবে না বলে মন্তব্য করেছিলেন অনেকে।
আরআর