বিনোদন ডেস্ক
২৮ জুলাই ২০২২, ০৬:৪০ পিএম
ছয় বছরের প্রেমের সম্পর্ক টাইগার শ্রফ ও দিশা পাটানির। এই সময়টায় টাইগারের পরিবারের সদস্যরাও বেশ আপন করে নিয়েছিল দিশাকে। তার বাব-মা, বোন সবার সঙ্গেই সুসম্পর্ক গড়ে উঠেছিল প্রেমিকার। এই দুই তারকার পথ এখন দুদিকে বেঁকে গেছে। এ নিয়ে চলছে তুমুল চর্চা। এবার সেসবের লাগাম টানতে মুখ খুললেন টাইগারের পিতা জ্যাকি শ্রফ।
এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে জ্যাকি বলেন, ‘ওদের প্রেম, ওদের জীবন। দুজনে সম্পর্কে থাকবে কি না, তা পুরোপুরি ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এরমধ্যে আমি কোনোভাবেই নাক গলাতে চাই না।’
তবে দিশা-টাইগারের মধ্যাকার প্রেমের সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব টিকে থাকবে উল্লেখ করে আশি-নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেতা বলেন, ‘ছেলের প্রেম কেমন চলছে, বাবা হিসেবে এসব খোঁজখবর রাখতে চাই না আমি। দিশা-টাইগারকে একসঙ্গে সময় কাটাতে দেখেছি। মনে হয়েছে, ওদের বন্ধুত্ব খুব মজবুত। প্রেমের সম্পর্ক নিয়ে ওরা কী করবে জানি না। তবে নিশ্চয়ই বন্ধুত্বটা থেকে যাবে দুজনের।’
দিশা ও টাইগারের বলিউডে অভিষেকের মাঝে রয়েছে মাত্র দুই বছরের ব্যবধান। ২০১৪ সালে টাইগার ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে বি-টাউনে নাম লেখান। ২০১৬ সালে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় যুক্ত হয়ে এই অঙ্গনে আসেন দিশা।
আরআর