images

বিনোদন

জীবনেও রবীন্দ্র-নজরুল সংগীত গাইবেন না হিরো আলম

বিনোদন ডেস্ক

২৭ জুলাই ২০২২, ০২:১২ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে মুচলেকা দিয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম জানিয়েছেন, জীবনেও তিনি রবীন্দ্র-নজরুল সংগীত গাইবেন না। সংবাদমাধ্যমকে এ তথ্যটি জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন-অর-রশিদ।

সংবাদ সম্মেলনে হারুন বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে ডিবির সাইবার আ্যন্ড স্পেশাল ক্রাইম বিভাগে অসংখ্য অভিযোগ জমা হয়েছিল। সেসব বিষয়ে কথা বলতে তাকে ডাকা হয়েছিল। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। তিনি মুচলেকা দিয়েছেন, জীবনেও আর নজরুল ও রবীন্দ্র সংগীত বিকৃত করে গাইবেন না, এ ধরনের ভিডিও বানাবেন না।’

এ সময় হারুন বলেন, ‘আমাদের বাঙালি সংস্কৃতির অহংকার নজরুল ও রবীন্দ্রসংগীত। আমরা গান শুনি, নজরুল, রবীন্দ্র শুনি। তিনি এইসব গানের সবকিছু পরিবর্তন করেছেন। এসব কেন করেছেন জানতে চাইলে তিনি জানিয়েছেন, জীবনেও আর এমন গান করবেন না।’

অতিরিক্ত কমিশনার আরও বলেন, ‘হিরো আলমের কথা আর কী বলব! পুলিশের যে পোশাক, যে প্যাটার্ন, ডিআইজি, এসপির যে পোশাক তা না পরে কনস্টেবলের ড্রেস পরে ডিআইজি, এসপির অভিনয় করছেন তিনি। ডিএমপির কমিশনার শিল্পী সমিতিতে বলেছেন, পুলিশের পোশাক পরে অভিনয় করতে হলে অনুমতি নিতে হবে। কিন্তু হিরো আলম শিল্পী সমিতির সদস্যও না। অথচ তিনি অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরছেন। কনস্টেবলের ড্রেস পরে এসপি ডিআইজির অভিনয় করছেন। এটা তিনি জানেনও না।’

আজ বুধবার বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ডাকা হয় হিরো আলমকে। সেখানে জিজ্ঞাসাবাদের মুখে মুচলেকা দিয়ে আর কখনও রবীন্দ্র-নজরুল সংগীতমুখো হবেন না বলে জানিয়েছেন তিনি।

আরআর