বিনোদন ডেস্ক
২৬ জুলাই ২০২২, ০২:০১ পিএম
শিশুশিল্পী হিসেবে নিজেকে প্রমাণ করলেও বড়বেলায় এসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি প্রার্থনা ফারদিন দীঘি। কারণ হিসেবে অনেকেই তার সামাজিক যোগাযোগমাধ্যমপ্রীতিকে দুষে থাকেন।
পর্দার চেয়ে তাকে বেশি পাওয়া যায় ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে। তবে আজকাল টিকটক করা বাদ দিয়েছেন দীঘি। অনেকে এটাকে তার সুমতি হিসেবে ধরে নিলেও তিনি জানালেন আসল কারণ।
সম্প্রতি গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে উঠে আসে দীঘির টিকটক ত্যাগ করার বিষয়টি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টিকটক আমি একা করি না বাংলাদেশের নায়িকাদের মধ্যে অনেকেই করেন। আমি জানি না তাদের কেন এই প্রশ্ন করা হয় না।’
ব্যস্ততার কারণে টিকটক করতে পারছেন না উল্লেখ করে এ সময় এই অভিনেত্রী বলেন, ‘আপনারা যদি এখন আমাকে ফলো করেন তবে দেখবেন, আমার হাতে আসলে ওই সময়টা নেই। কাজ ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার পর সময় পাওয়া যায় না। আমি যেহেতু জিনিসটা সময় দিতে পারছি না, তাই বের হয়ে এসেছি। আপনারাও বের হয়ে আসুন এবার। আসলে আমাদের হাতে এত অঢেল সময় থাকে না যে টিকটক করার জন্য তৈরি হব।’
প্রসঙ্গত টিকটকের কারণে কম খেসারত দিতে হয়নি দীঘিকে। এই অযুহাতে একটি সিনেমা থেকেও বাদ দেওয়া হয়েছিল তাকে।
আরআর