images

বিনোদন

হলসংখ্যা বাড়ল ‘পরাণ’ সিনেমার

বিনোদন ডেস্ক

২১ জুলাই ২০২২, ০৪:৫৫ পিএম

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমগুলোর মধ্যে সবচেয়ে কম সিনেমা হল জুটেছিল ‘পরাণে’র ভাগ্যে। মাত্র ১১ টি প্রেক্ষাগৃহ নিয়ে যাত্রা শুরু করেছিল ছবিটি। তবে এই চিত্র পাল্টাতে খুব একটা সময় লাগল না। সিনেমাটির হলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এখন চারগুণ। শুক্রবার থেকে ৫৫ টি হলে চলবে ‘পরাণ’।

এ প্রসঙ্গে ‘পরাণে’র পরিবেশক অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, “শুক্রবার থেকে দেশের বড় বড় অর্ধশতাধিক হলে চলবে ‘পরাণ’। ছবিটি বর্তমানে ১৪টি প্রেক্ষাগৃহে চলছে। শুক্রবার থেকে প্রায় ৫৫টি সিনেমা হলে চলবে।”

এদিকে সিনেপ্লেক্সেও জমে উঠেছে ‘পরাণ’। শুরুতে মাত্র ৪টি শো নিয়ে যাত্রা শুরু করলেও দর্শক চাহিদার কারণে বর্তমানে সিনেপ্লেক্সের শাখাগুলোয় দৈনিক ১৮ টি করে শো চলছে সিনেমাটির।

২য় সপ্তাহে যেসব হলে ‘পরাণ’ চলবে-

১। স্টার সিনেপ্লেক্স– বসুন্ধরা শপিং মল, পান্থপথ

২। স্টার সিনেপ্লেক্স– সীমান্ত সম্ভার, ধানমন্ডি

৩। স্টার সিনেপ্লেক্স– এস কে এস টাওয়ার, মহাখালী

৪। স্টার সিনেপ্লেক্স– সনি স্কয়ার, মিরপুর-১

৫। স্টার সিনেপ্লেক্স– বঙ্গবন্ধু আর্মি মিউজিয়াম, বিজয় স্মরণি

৬। ব্লকবাস্টার সিনেমাস– যমুনা ফিউচার পার্ক

৭। লায়ন সিনেমাস– কেরানীগঞ্জ

৮। সীলভারস্ক্রীন– চট্টগ্রাম

৯। রুটস সিনেক্লাব– সিরাজগঞ্জ

১০। ঝুমুর– জয়দেবপুর, গাজীপুর

১১। আজাদ– পুরান ঢাকা

১২। পূরবী– ময়মনসিংহ

১৩। শংখ– খুলনা

১৪। চিত্রালী– খুলনা

১৫। দর্শন– ভৈরব

১৬। মধুমিতা– ঢাকা

১৭। চিত্রামহল– ঢাকা

১৮। শ্যামলী– ঢাকা

১৯। আনন্দ– ঢাকা

২০। বিজিবি অডিঃ– ঢাকা

২১। সেনা অডিঃ– ঢাকা ক্যান্টঃ

২২। গীত– ঢাকা

২৩। সেনা অডিঃ– সাভার ক্যান্টঃ

২৪। চাঁদমহল– কাঁচপুর

২৫। সিনেস্কোপ– নাঃ গঞ্জ

২৬। নিউমেট্রো– নাঃ গঞ্জ

২৭। চন্দ্রিমা– শ্রীপুর, সাভার

২৮। নবীন– মানিকগঞ্জ

২৯। মমতা– মাধবদী

৩০। পান্না– মুক্তারপুর

৩১। ছন্দা– হাসনাবাদ

৩২। মনিহার– যশোর

৩৩। শাপলা– রংপুর

৩৪। সিনেমা প্যালেস– চট্টগ্রাম

৩৫। সুগন্ধা সিনেপ্লেক্স– চট্টগ্রাম

৩৬। মধুবন সিনেপ্লেক্স– বগুড়া

৩৭।  নন্দিতা– সিলেট

৩৮। অভিরুচী– বরিশাল 

৩৯। চিত্রবাণী– গোপালগঞ্জ

৪০। সংগীতা– সাতক্ষীরা

৪১। বনলতা– ফরিদপুর

৪২। মিলন– মাদারীপুর

৪৩। মালঞ্চ– টাঙ্গাইল

৪৪। রাজমহল– চাপাইনবাবগঞ্জ

৪৫। রুপকথা– শেরপুর

৪৬। সাধনা– রাজবাড়ী

৪৭। মোহন– হবিগঞ্জ

৪৮। মুন– মুক্তাগাছা

৪৯। মনিকা– শায়েস্তাগঞ্জ

৫০। চলন্তিকা– গোপালদী

৫১। পালকী– চান্দিনা

৫২। আলীম– মঠবাড়িয়া

৫৩। রাজ– কুলিয়ারচর

৫৪। ছন্দা– পটিয়া

৫৫। ভাই ভাই– সখিপুর

ত্রিভুজ প্রেমের সিনেমা ‘পরাণ’। একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে চলচ্চিত্রটি। এতে মুখ্য তিনটি চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান। পরিচালনার দায়িত্বে ছিলেন রায়হান রাফি। ছবিটির প্রযোজক লাইভ টেকনোলোজিস।

আরআর