images

বিনোদন

প্রেমিকের সঙ্গে মুম্বাইতে পার্টি করলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

২০ জুলাই ২০২২, ০৪:০২ পিএম

আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিয়ের বিচ্ছেদ হয়নি শ্রাবন্তী-রোশন সিংয়ের। চলছে আইনি লড়াই। যদিও শ্রাবন্তীকে হারাতে চান না রোশন। ভুল-ভ্রান্তি দূরে ঠেলে এক ছাদের নিচে বসবাস করতে চান তিনি। তবে শ্রাবন্তী সেটা চান না। বরং তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এ নায়িকা। প্রেম করছেন অভিরূপ নাগ চৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গে।

সুযোগ পেলেই একান্তে সময় কাটান শ্রাবন্তী-অভিরূপ। উড়াল দেন বিদেশে। একই হাউজিংয়ে বাড়ি দুজনের। তাই পারিবারিক নানা আয়োজনেও তাদের দেখা যায়। শ্রাবন্তী এই সম্পর্কের বিষয়ে কিছু বলেন না। তবে তার ও অভিরূপের সম্পর্কের গতি যে ঠিক পথেই এগোচ্ছে তা কিছু ঘটনাতেই প্রমাণ মেলে।

কিছুদিন আগে মুম্বাইয়ে দুজনে জমিয়ে পার্টি করেছেন। ভারতীয় গণমাধ্যমের খবর, একটি ঝটিকা সফরে মুম্বাই গিয়েছিলেন শ্রাবন্তী-অভিরূপ। তারপর বন্ধুদের সঙ্গে জমিয়ে পার্টি করেছেন। যদিও সেই ছবি নিজের ফেসবুকে শেয়ার করেননি নায়িকা। আসলে নিজের এই সম্পর্ক নিয়ে সেভাবে কোনোদিন মুখ খোলেননি শ্রাবন্তী। একটু গোপনীয়তাই রক্ষা করে চলছেন। কিন্তু চাপা দিতে চাইলেই চাপা দেওয়া যায়।

আরএসও