images

বিনোদন

মেহজাবীনের অনন্য অর্জন

বিনোদন প্রতিবেদক

২০ জুলাই ২০২২, ০২:৪১ পিএম

আজকাল তারকাদের জনপ্রিয়তা পরিমাপের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে ফেসবুক ফলোয়ার। ফলোয়ার সংখ্যায় যিনি যত পিছিয়ে দর্শকের সঙ্গে তার সংযোগ ততোটাই কম। নিজের কাজ প্রত্যেকের কাছে পৌঁছে দিতে এই মাধ্যমটির ভূমিকা ব্যাপক। তাই ফলোয়ার বাড়ানোর অঘোষিত এক প্রতিযোগিতায় শামিল হন তারা।

দেশে প্রথম ফেসবুক ফলোয়ার সংখ্যার কোটির ক্লাবে ঢুকেছিলেন পরীমণি। এরপর জনপ্রিয় উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেত কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেন। সবশেষ সেই তালিকায় নিজের নাম লেখালেন মেহজাবীন চৌধুরী।

এই অর্জনে উচ্ছ্বসিত মেহাজাবীন কৃতজ্ঞতা জানালেন অনুরাগীদের। তিনি বলেন, ‘এটা আমার জন্য সম্মানের। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ আমি। তাদের ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা দেবে।’

মেহজাবীন ২০১১ সালের ১১ মার্চ ফেসবুক পেজটি চালু করেন। প্রথমে খুব একটা অ্যাকটিভ ছিলেন না তিনি। পরে ফেসবুক পেজ নিয়ে সিরিয়াস হন। নিজের সব কাজের নিয়মিত তথ্য দেওয়া শুরু কেরেন।

আরএসও