images

বিনোদন

পরীমণির প্রেমিকেরা

বিনোদন ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৮ পিএম

দেশের জনপ্রিয় নায়িকা পরীমণি। তবে ক্যারিয়ার নিয়ে তাকে নিয়ে যতোটা না আলোচনা হয়েছে, তার থেকে বেশি সমালোচিত হয়েছেন ব্যক্তিজীবন নিয়ে। বিশেষ করে একাধিক প্রেম নিয়ে নানা নেতিবাচক মন্তব্যের শিকার হন তিনি।  

অনেকটা হঠাৎ করে ২০১৬ সালের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পরীমণির সঙ্গে দুজনের বিয়ের খবর। এমনকি বিয়ের ছবি, কাবিননামা ও তালাকনামার ছবিও প্রকাশ পায় ফেসবুকে। ওই বছরের ৩১ জানুয়ারি সকালে অনিক আব্রাহাম নামে একটি ফেসবুক আইডি থেকে ‘পরীমণি’র কিছু ছবি শেয়ার করা হয়। সেখানে অনিক দাবি করেছিলেন, পরীমণি তার বন্ধু ইসমাইলের স্ত্রী। তার কিছুদিন পরেই ফেসবুকে পাওয়া যায় পরীমণির কথিত বিয়ের কাবিননামা এবং নতুন কথিত বরের সঙ্গে কিছু ঘনিষ্ঠ ছবি।

এর কিছুদিন পর ফেসবুকে পাওয়া যায় পরীর আরও একজন কথিত স্বামীর সন্ধান। শাকিল রিয়াজ নামে একটি ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়, পরীর নতুন বরের ছবি ও কাবিননামা। জানা গিয়েছিল, পরীমণির কথিত দ্বিতীয় স্বামীর নাম সৌরভ কবীর।যদিও এসবকিছু অস্বীকার করেছিলেন পরীমণি। তখন তিনি গণমাধ্যমকে বলেছিলেন, ‘এটা ফেইক। বিয়ের আসরে বসে থাকলে সেটা বিয়ে কিনা যাচাই করা উচিত। আর ছবি থাকলেই তো স্বামী হয় না। ছবি তো হাজার জনের সঙ্গে আছে। তার মানে এই নয় যে সবাই আমার স্বামী।’

তবে বিনোদন সাংবাদিক তামিম হাসান ও পরীমণির প্রেমের খবর কারও অজানা ছিল না। দুই বছর প্রেমের পর তারা বাগদানও সেরে ফেলেছিলেন। নিচ্ছিলেন বিয়ের জন্য প্রস্তুতি। বিয়ের আগেই মধু চন্দ্রিমায় ঘুরেছেন দেশের বাইরে। ফেসবুকে সেই অবকাশ যাপনের ছবিও প্রকাশ করেছিলেন তারা। তারপর ২০১৯ সালে আনুষ্ঠানিক বিয়ের আগেই বিচ্ছেদ হয় তাদের। বাগদানের আঙটি খুলে ফেলেন পরী। দুজনের পথ দুদিকে বেঁকে যায়। যদিও বিচ্ছেদ হলেও এখনও তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে বলে জানান পরী।

এক বছর পেরোতেই ‘তিন টাকা’ দেনমোহরে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করেন পরীমণি। ২০২০ সালের ৯ মার্চ দিবাগত রাতে অভিনয়শিল্পী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজি ডেকে বিয়ে করেন পরীমণি ও পরিচালক কামরুজ্জামান রনি।

তখন বিয়ে নিয়ে পরী গণমাধ্যমকে বলেছিলেন, ‘অনেক হিসাব–নিকাশ করে তো জীবনের পরিকল্পনা করাই যায়। কিন্তু জীবন চলে তার নিজস্ব পথে। জন্ম, মৃত্যু ও বিয়ে সবই আল্লাহর হাতে— এটা আমি খুবই মানি। আমার কাছে মানুষের প্রতি মানুষের বিশ্বাসও অনেক গুরুত্বপূর্ণ। এটার ওপর নির্ভর করে মানুষ জীবনকে এগিয়ে নিয়ে যায়।’

কিন্তু তাদের সেই বিয়ে পাঁচ মাসও স্থায়ী হয়নি। রনির সঙ্গে বিচ্ছেদ নিয়ে গণমাধ্যমে কোনো বিবৃতিও দেননি পরী। তখন পরীমনির ঘনিষ্ঠ অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেছিলেন, ‘পরীমণি আসলে হুজুগে বিয়েটা করেছেন। বিয়ের পর কয়েক দিন তাকে স্বামীর সঙ্গে দেখা গেছে। তারপর আর কোনো খবর নেই।’

এরপর পরী পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। মূলত, নাসির ইউ মাহমুদ নামের এক ব্যক্তির নামে ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন এই চিত্রনায়িকা। সেই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন তিনি। পরী যখন মাদক-কাণ্ডে গ্রেফতার হন তখন তাদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে।

সবশেষ পরীমণি অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সাত দিন প্রেম করে বিয়ে করেন। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে দাবি করেন এই অভিনেত্রী। পরী এখন রাজের সন্তানের মা হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন।

আরএসও