images

বিনোদন

প্রেমিকাকে অন্যের সঙ্গে বিয়ে দেওয়ার দায়িত্ব প্রেমিকের কাঁধে! 

বিনোদন প্রতিবেদক

২৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম

আগামীকাল ২৮ জানুয়ারি রাত দশটা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘রূপকথার মতো’। 

গল্পে দেখা যাবে, নিলুর বয়স ২৮। দেখতে কিছুটা হুমায়ুন আহমেদের গল্পের রূপার মতো। গোছানো ও পরিপাটি। নিলু বাসায় বুটিকসের কাজ করে। শহরের বাড়িতে বাড়িতে কাপড় বিক্রি করে। পাশাপাশি একটা টিউশনি করে। রাস্তাঘাটে বের হলে প্রায়ই বখাটেদের উৎপাতের স্বীকার হয়। নিলু চুপচাপ এবং লাজুক বলে তেমন প্রতিবাদ করতে পারে না। নীরবে সহ্য করে যায়। 

স্পর্শিয়াই ব্যাচেলর পয়েন্টের ‘স্পর্শ’

নিলুর ভাই ফরিদ মালয়েশিয়া থাকে। কিন্তু ভিসা জটিলতার কারণে বেশ কিছুদিন জেলে বন্দি। ভাইয়ের এই বিপদের কারণে নিলু একাই তাদের সংসার সামলাচ্ছে। হুট করে বাসায় চিঠি আসে। চিঠিটা তার ভাই ফরিদের। সে জানিয়েছে, তার কাছের বন্ধু হাসান নামে একজন বেড়াতে আসবে। মাস দুয়েক থাকবে। তাকে যেন দেখভাল করে সবাই।

হাসান আসে। নিলুকে প্রথম দেখেই প্রেমে পড়ে যায়। হাসান নিলুর জন্য একটা স্কুটি কিনে দেয় যাতে সে সহজে যাতায়াত করতে পারে। যদিও নিলু স্কুটিটা নিতে চায়নি কিন্তু হাসান নিলুকে জানায় আয় করে তাকে টাকা ফেরত দিলেই হবে। নিলু আর হাসানের দিন দিন সখ্যতা বাড়তে থাকে। নিলুকে গোপনে ভালোবেসে হাসান নিলুর একটি নামও দেয়। নীলিমা। 

এদিকে, নিলু আর হাসানের এই মেলামেশা মহল্লার কেউ ভালো চোখে দেখছিল না। এ নিয়ে তাদের সঙ্গে তর্কে লিপ্ত হয় নিলু। মনে মনে সেও কি হাসানকে ভালোবেসে ফেলেছে! এরমধ্যে মালয়েশিয়া থেকে ফরিদ চিঠি লিখে জানায় হাসান যেন তাদের বাড়িতে থেকে নিলুর বিয়ে দিয়ে আসে। খালাতো ভাই জাবেদের সাথে নিলুর বিয়ের কথা প্রায় ঠিক। এখন কী করবে হাসান? 

আব্রাহাম তামিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও স্পর্শিয়া।