images

বিনোদন

কেয়া পায়েলের সঙ্গে খায়রুল বাসারের প্রেমের গুঞ্জন, যা বললেন অভিনেতা 

বিনোদন ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

পারিবারিক গল্পভিত্তিক ধারাবাহিক নাটকের সোনালী সময় ফিরিয়ে এনেছে ‘এটা আমাদেরই গল্প’। এ নাটকের জনপ্রিয় চরিত্রগুলোর মধ্যে অন্যতম সামির ও মেহরিন। রূপদান করেছেন খায়রুল বাসার ও কেয়া পায়েল। 

নাটকে মেহরিন-সামিরের রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের। সামাজিক মাধ্যমেও তাদের নিয়ে জমিয়ে মন্তব্য করেন নেটিজেনরা। মাঝে মাঝে তা উসকে দেন কেয়া পায়েল খায়রুল বাসার। তাই দেখে অনেকের কৌতূহল, তবে কি বাস্তবেও প্রেম করছেন খায়রুল বাসার ও কেয়া পায়েল? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খায়রুল বাসার।

তিনি বলেন, এই কাজটির পর থেকে আমাদের দুজনকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন। দর্শকদের বলতে দেখছি, আমাদের দুজনকে খুব মানায়, আমাদের বিয়ে হয়ে যাক। এও দেখলাম, আমাদের সম্পর্ক এতো ভালো যে দর্শক মনে করছেন, বাইরেও আমরা প্রেম করে বেড়াই। দর্শকদের এসব মতামতকে আমরা পজিটিভভাবে দেখছি। এগুলো আমাকে কখনও বিব্রত করে না। বরং মজা পাই।

অভিনেতার কথায়, শুটিং ছাড়া আমাদের কখনও দেখা হয় না। শুটিংয়ে আমরা ছবি তুলে ওগুলো পোস্ট করি। দর্শকদের আমাদের জুটি নিয়ে এতো আগ্রহ, এটা অনেক ভালো লাগার বিষয়। জুটি হিসেবে দর্শকদের এই আগ্রহ তৈরির জন্য আমি মনে করি দুজন আর্টিস্টের বোঝাপড়া মজবুত থাকতে হয়। আমাদের ক্ষেত্রেও সেটাই হয়। শুধু আমরা নই, আমাদের শুটিং সেটে যারা থাকেন প্রত্যেকেই গুড মুডে থাকেন।

‘এটা আমাদেরই গল্প’-এ অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, নাদের চৌধুরী, মুনিরা মিঠু, দীপা খন্দকার প্রমুখ। অন্যদিকে ‘কাভি মে কাভি তুম’-এ অভিনয় করেছেন ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির। রোজ মঙ্গল-বুধবার নাটকটি দেখতে মুখিয়ে থাকেন দর্শক।