images

বিনোদন

সন্তানের কী নাম রাখলেন অভিনেতা রাজকুমার?

বিনোদন ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

মাস দুয়েক আগে বাবা-মা হয়েছেন বলিউডের তারকা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা। গত ১৫ নভেম্বর তাঁদের ৪র্থ বিবাহবার্ষিকীর দিনে ঘরে নতুন অতিথির (কন্যা সন্তান) আগমন ঘটে। এবার জানা গেল রাজকুমারের একরত্তির নাম।

সোশ্যাল মিডিয়ায় কন্যার কোমল হাতের ছবি প্রকাশ করে এই তারকা দম্পতি পোস্টে লিখেছেন, ‘সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা আর বুকভরা ভালোবাসা নিয়ে, আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি।’

কন্যার নামের সঙ্গে যুক্ত রয়েছে রাজকুমার ও পত্রলেখার নামের পদবি। কন্যাসন্তানের নাম রাখা হয়েছে পার্বতী পাল রাও। পার্বতী নামটি সংস্কৃত শব্দ ‘পর্বত’ থেকে উদ্ভূত, যার অর্থ ‘পর্বতের কন্যা’ বা ‘পর্বতের মেয়ে’। হিন্দু পুরাণে দেবী পার্বতী- শক্তি, ভক্তি, প্রেম, উর্বরতা এবং সৌন্দর্যের প্রতীক। ভগবান শিবের অর্ধাঙ্গিনী হিসেবে, তিনি মাতৃত্বের এক বিশাল প্রতিরূপ।  

বাঙালি অভিনেত্রী পত্রলেখার পদবি পাল; যদিও তিনি বর্তমানে সেই পদবি ব্যবহার করেন না। কিন্তু কন্যার নামের পাশে মায়ের সম্মানার্থে রাখা হয়েছে সেই পদবি, যার পরে রয়েছে রাজকুমারের পদবি। তবে কন্যার ছবি এখনও প্রকাশ করেননি তাঁরা। ধারণা করা হচ্ছে, আপাতত সন্তানের মুখ আড়ালেই রাখবেন এই দম্পতি।

রাজকুমার ও পত্রলেখার এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সহকর্মী ও অনুরাগীরা। দীর্ঘ ১১ বছর প্রেমের পর ২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। 

ইএইচ/