images

বিনোদন

ধানুশ-ম্রুণালের বিয়ের খবরটি গুজব! 

বিনোদন ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪৩ এএম

দক্ষিণী সুপারস্টার ধানুশ এবং বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুরের প্রেমের গুঞ্জন নতুন ডানা মেলেনি। কয়েক মাস ধরেই চলছে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম তাদের বিয়ের দিন তারিখও পাকা করে ফেলে। জানায় আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করছেন তারা। 

বিষয়টি নিয়ে যখন সরগরম সামাজিক মাধ্যম, ঘুম নেই ধানুশ-ম্রুণালের ভক্তদের। ঠিক তখন জানা গেল তাদের বিয়ের গুঞ্জন পুরোটাই গুজব! তারকাদ্বয় নিজেই জানিয়েছেন তা। 

নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’। এই ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে বিয়ের গুঞ্জনে জল ঢেলেছেন তিনি। বুঝিয়েছেন খবরটি গুজব ও ভিত্তিহীন। গুঞ্জন যে তাঁকে বিচলতিত করতে পারেনি তা বাক্য ব্যয় না করেই বুঝিয়ে দিয়েছেন।
অন্যদিকে ধানুশ মুখ খুললেও বেশি কথা খরচ করেননি। শুধু বলেছেন, “এটা একেবারেই ভুয়া খবর। এর কোনো সত্যতা নেই।”

গত বছর মুক্তিপ্রাপ্ত ম্রুণালের ‘সন অফ সর্দার ২’-এর বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন ধানুশ। সেই থেকেই তাঁদের সম্পর্কের গুঞ্জন জোরালো হয়। এরপর ম্রুণাল ঠাকুরের জন্মদিনের পার্টিতে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে একে অপরের হাত ধরে হাসিমুখে কথা বলতে দেখা যায়। শুধু তাই নয়, ধানুশের ‘তেরে ইশক মে’-এর র‍্যাপ-আপ পার্টিতেও ম্রুণালের সরব উপস্থিতি নজর কেড়েছিল।

তারকা জুটির ঘনিষ্ঠ এক সূত্র জানায়, হায়দ্রাবাদের এক অনুষ্ঠানে তাদের প্রথম দেখা হয়। সেখান থেকে বন্ধুত্ব এবং পরে ভালোবাসায় রূপ নেয়। 
এর আগে দক্ষিণী কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত-কন্যা ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ধানুশ। ২০২২ সালে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন এবং ২০২৪ সালে তাদের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে।