images

বিনোদন

আপনার চেয়ে ঘৃণ্য মানুষ দেখিনি, এ আর রহমানকে কঙ্গনা 

বিনোদন ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৬, ০১:০৮ এএম

বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রণৌত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় থাকেন। ইন্ডাস্ট্রিতে ঠোঁট কাটা অভিনেত্রী হিসেবে বেশি পরিচিত। যাকে তাকে যখন তখন কথার বাণে জর্জরিত করেন তিনি। এবার ঘৃণ্য মানুষ বলে বিদ্ধ করলেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানকে।

ভারতীয় সংবাদামধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রহমান অভিযোগ তুলেছেন কুসংস্কার বা ধর্মীয় বিভাজনের কারণে গেল ৮ বছর ধরে কাজ হারাচ্ছেন তিনি। কারও নাম উল্লেখ না করলেও এ সুরকারের আঙুল ছিল বিজেপির দিকে। 

রহমানের কথায়, “গত আট বছরে ক্ষমতাবদলের পর থেকে এ সব হয়েছে। কারণ, ক্ষমতা তাঁদের হাতেই রয়েছে যাঁরা সৃজনশীল নন। আবার ধর্মীয় বিভাজনও হতে পারে। কিন্তু সেগুলো কোনওটাই আমার মুখের উপরে কেউ বলেনি।”

রহয়ানের এ মন্তব্য ছড়িয়ে পড়তেই মুখ খোলেন কঙ্গনা। তিনি বলেন, ‘‘আমি বিজেপিকে সমর্থন করি বলে চলচ্চিত্রজগতে আমাকে অনেক পক্ষপাতের মুখোমুখি হতে হয়। তবুও আমি বলতে চাই যে আপনার থেকে পক্ষপাতদুষ্ট এবং ঘৃণ্য মানুষ দেখিনি। হিংসা ও দ্বেষ আপনার চোখ অন্ধ করে দিয়েছে। আমি আমার পরিচালিত ‘ইমার্জেন্সি’ ছবির চিত্রনাট্যটা শোনাতে চেয়েছিলাম। গল্প পড়া তো দূরস্থান, আপনি আমার সঙ্গে দেখা করতেও অস্বীকার করেছিলেন। আমাকে বলা হয়েছিল যে, আপনি কোনও একপেশে প্রচারমূলক ছবি অংশ হতে চান না।’’