বিনোদন ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম
রাস্তাঘাটে মাঝে মাঝেই হেনস্তার শিকার হতে হয় টলিউড তারকাদের। এবার সে তালিকায় নাম অহনা দত্তের। বাড়ি ফেরার সময় স্বামীসহ এক মদ্যপের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
রোজকার মতোই শুটিং সেরে বাড়ি ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তার স্বামী দীপঙ্কর রায়। পাশে বসেছিলেন অহনা। নরেন্দ্রপুর অঞ্চলের ভেতর দিয়ে ফেরার সময়ে সমস্যায় পড়েন তিনি।

অভিনেত্রীর কথায়, “নরেন্দ্রপুরের ভেতর দিয়ে যাচ্ছিলাম। রাস্তায় আচমকা দাঁড়াতে হয়। কারণ, সামনের গাড়িটা ঘোরাচ্ছিল। আচমকাই আমার নতুন গাড়িতে এসে ধাক্কা। গাড়ির সামনে খানিকটা ঘষা লেগেছে। এটা হওয়ার পর যখন আমরা সামনের গাড়ির চালককে প্রশ্ন করি, তখন তিনি উল্টো আমাদের সঙ্গে মেজাজ দেখিয়ে কথা বলেন। পরের দিন এসে ক্লাব থেকে টাকা নিয়ে যেতে বলেন। আমরা কি ভিক্ষা করছি নাকি?”
এক মাস হলো গাড়ি কিনেছেন। এরইমধ্যে ঘষে দিল অন্য গাড়ি। নিজেদের কিছু না হলেও সাধের বাহনের জন্য মন খারাপ অহনার। একইসঙ্গে জানালেন, ঘটনাস্থলের মানুষজনের প্রতিও ক্ষোভ রয়েছে তার। কেননা স্থানীয়রা ভিড় করে দেখলেও অভিনেত্রীকে সাহায্য করতে এগিয়ে আসেননি কেউ।