images

বিনোদন

হঠাৎ কেন ২০১৬ সালের ছবি শেয়ার করছেন তারকারা

বিনোদন ডেস্ক

১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম

হুট করেই চোখে পড়ছে এক অদ্ভুত পরিবর্তন। সামাজিক মাধ্যমের নিউজফিড জুড়ে ২০১৬ সালের ট্রেন্ডের জয়জয়কার। সে সময়ের পুরোনো ছবিগুলো পোস্ট করে নস্টালজিক হয়ে পড়ছেন তারকারা। ঢালিউড তারকা থেকে শুরু করে হলিউড, বলিউডের একাধিক জনপ্রিয় শিল্পীর সোনালি দিনের স্মৃতি নজর কেড়েছে নেটিজেনদের।

সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ডিংয়ে গা ভাসিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, আশনা হাবিব ভাবনা, কুসুম শিকদার, উপস্থাপক ও নৃত্যশিল্পী মিম চৌধুরী, বলিউড অভিনেত্রী দিয়া মির্জা, বিপাশা বসু, শ্রেয়া গুপ্তা।  

image

অভিনেত্রী মেহজাবীন তার স্বামী আদনান আল রাজীবের সঙ্গে তোলা একগুচ্ছ ছবি এবং কথোপকথন প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘২০১৬ সালে দেখতে এমন ছিল।’ 

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা একগুচ্ছা ছবি দিয়ে লিখেছেন, ‘২০১৬ সালে দেখতে এমন ছিল। বেবি ভাবনা।’ এদিকে অভিনেত্রী ও পরিচালক কুসুম শিকদার তার ‘শঙ্খচিল’ ছবির পোস্টার, সংবাদ সম্মেলনের ছবি প্রকাশ করে লিখেছেন, “আমার ২০১৬ সালের অনেকটা সময় জুড়েই ছিল ‘শঙ্খচিল’।” 

image

উপস্থাপক ও নৃত্যশিল্পী মিম এক লম্বা পোস্টে লিখেছেন, ‘২০১৬ সালটি ছিল সবকিছুর এক অদ্ভুত সংমিশ্রণ। আমার জন্য এই বছরটি ছিল নিজের পূর্ণ সক্ষমতা যাচাই করার এক কঠিন পরীক্ষা। তখন একসাথে কত কিছু যে সামলাতে হয়েছে! এইচএসসি পরীক্ষার ঠিক মাঝখানে জন্মদিন উদযাপন থেকে শুরু করে ‘সেরা নাচিয়ে ২০১৬’-এর সঞ্চালনা। সবই ছিল এক বিশাল কর্মযজ্ঞ একদিকে বিশ্ববিদ্যালয় জীবনের নতুন আঙিনায় পথচলা শুরু। অন্যদিকে নিজের কাজের জন্য সম্মাননা ও স্বীকৃতি পাওয়া। তার ওপর প্রতিটি অনুষ্ঠানে নাচ আর একের পর এক নাটকের শুটিং তো ছিলই।’

তিনি যোগ করেন, ‘সত্য বলতে ২০১৬ সালটি ছিল পুরোপুরি আমার একটি বছর। একইসঙ্গে অনেক কিছু পেয়েছি আবার হারিয়েছিও অনেক। এটি ছিল আবেগ আর অভিজ্ঞতার এক টানটান উত্তেজনাপূর্ণ যাত্রা। যা আমাকে আজকের আমি হিসেবে গড়ে তুলেছে। জীবনের সেই রঙিন দিনগুলোর স্মৃতি আমি এভাবেই আজীবন আগলে রাখতে চাই।’ 

image

বলিউড অভিনেত্রী দিয়া মির্জা জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আর. মাধবনের সঙ্গে একগুচ্ছো রোমান্টিক ছবি প্রকাশ করেছেন। যেখানে দেখা যায়, ২০১৬ সালে মুক্তি প্রাপ্ত ‘রেহনা হ্যায় তেরা দিল মে’ ছবির স্মৃতি উগরে মির্জা লিখেছেন, ‘এই ছিল ২০১৬ সাল। ২০২৬ সালের ১৯শে অক্টোবর, ২৫ বছরে পা দেবে। এটি এমন এক উপহার যা বারবার আনন্দ দেয় মাধবন, দেখ তো কী সামনে এলো?’ 

image

ভারতের যে কয়েকজন অভিনেত্রী পর্দায় বোল্ড চরিত্রে অভিনয় দিয়ে ঝড় তুলেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম বিপাশা বসু। ট্রেন্ডের অংশ হিসেবে নায়িকার স্বামী করণ সিংহ গ্রোভারের সঙ্গে ছবি প্রকাশ করে লিখেছেন, ‘এই ছিল ২০১৬।’

ইএইচ/