images

বিনোদন

বিচ্ছেদের মাঝে নতুন খবর তাহসানের

বিনোদন ডেস্ক

১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের খবর দিয়ে আলোচনায় সংগীতশিল্পী তাহসান খান। সে রেশ থাকতেই নতুন খবর এলো। ফের পর্দায় ফিরছে তার উপস্থাপনায় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। ‘আইগ্যাস ইউনাইটেড’ নিবেদিত, পাওয়ার্ড বাই ‘পোলার আইসক্রিম’ এবং ‘বঙ্গ’ প্রযোজিত এই শো-এর সিজন ২ শুরু হতে যাচ্ছে ১৯শে জানুয়ারি-তে।

প্রথম সিজনের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় সিজন ২ হতে চলেছে আরও বেশি রোমাঞ্চকর এবং এক্সসাইটিং। গত সিজনে সব প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউ এবং ৩০ লক্ষ টাকারও বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়া এই শো ফিরে আসছে আরও বিশাল পরিসরে। তাহসান খানের সঞ্চালনায় এবং ওয়াহিদুল ইসলাম শুভ্র-র পরিচালনায় এবারের সিজনে থাকছে আগের চেয়েও আকর্ষণীয় পুরস্কার এবং টানটান উত্তেজনা, যা পারিবারিক বিনোদনে যোগ করবে ভিন্ন মাত্রা।

WhatsApp_Image_2026-01-15_at_4.28.23_PM

এ শো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান বলেন, “আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। অনেক বড় পরিসরের এই আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে পুরো বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। তাই প্রশ্নের উত্তরগুলোও যেমন হয়েছে মজার, তেমনই চমকপ্রদ। প্রতিযোগীদের বেশ ভেবেচিন্তে উত্তর দিতে হয়েছে এবং পরিশেষে এই বিষয়টিই প্রতিটি এপিসোডকে আরও প্রাণবন্ত করে তুলেছে।”

এবারের সিজনে বেভারেজ পার্টনার ‘Amrupali’, লাইফস্টাইল পার্টনার ‘Sundora’, গিফট পার্টনার ‘Yoyoso’ ও ‘Singer BEKO’, ওয়ারড্রোব পার্টনার ‘KLOTH STUDIO’, হসপিটালিটি পার্টনার ‘InterContinental Dhaka’ এবং প্রাইজমানি পার্টনার হিসেবে আছে ‘Pragati Insurance Ltd’ ও ‘Pragati Life Insurance PLC’।

Family_Feud_Season_2_Pr_03

আগামী ১৯শে জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি সোমবার রাত ৯:৩০ মিনিটে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২ সম্প্রচারিত হবে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি (NTV)-তে। যাঁরা মিস করবেন, তারা শো-টির পুনঃপ্রচার দেখতে পারবেন প্রতি বুধবার দুপুর ১:০০ টায়। 

পাশাপাশি, দর্শকরা তাদের সুবিধামতো যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে শো-টি উপভোগ করতে পারবেন বঙ্গ (Bongo) অ্যাপ ও ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রি-তে। এছাড়াও শো-এর বিভিন্ন আপডেট এবং পর্বের বিশেষ মুহূর্তগুলো দেখতে ফলো করুন ‘Family Feud Bangladesh’-এর অফিশিয়াল ফেসবুক পেজ।