images

বিনোদন

সাগরপাড়ে হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে রোমান্সে মাতলেন জনপ্রিয় অভিনেতা

বিনোদন ডেস্ক

১৭ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

টলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত। সম্প্রতি হাঁটুর বয়সি অভিনেত্রী রোশনি ভট্টাচার্যর সঙ্গে সমুদ্রতীরে রোমান্টিক অবস্থায় দেখে গেছেন, যা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। সৈকতে একান্ত সময় কাটাচ্ছেন তারকা জুটি! 

একটু খোলসা করে বলা যাক। এটা শুভাশিসের নতুন প্রেম কাহিনি নয়। অভিনেতার নতুন ছবি ‘ফণীবাবু ভাইরাল’-এর একটি দৃশ্য, যেখানে অভিনেতাকে দেখা যাবে একজন বৃদ্ধের চরিত্রে। তার সঙ্গে প্রেমের ঢেউ তুলেছেন রোশনি। সংসারের কেউ খুব একটা চায় না। পরিবারের অবহেলার পাত্র। কিন্তু হঠাৎ করেই একদিন সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভাইরাল হয়ে যায় সে। এরপর ওই বৃদ্ধ সঙ্গে একের পর এক ঘটনা ঘটাতে থাকে। 

এদিকে সিনেমার গল্পের মতো অভিনেতার রোমান্টিক দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই অসম বয়সি নায়িকার সঙ্গে রোমান্টিক দৃশ্য নিয়ে কটাক্ষ করেছেন। কেউ কেউ বলছেন নতুন প্রেমে পড়েছেন অভিনেতা। 

প্রেমের গুঞ্জন নিয়ে অভিনেতা বলেন, ‘বাস্তব জীবনের নয়, এই সম্পর্ক সম্পূর্ণই পর্দার গল্প। কৌতুকাভিনেতা রাজু মজুমদারের পরিচালনায় নির্মিত তাঁর প্রথম ছবি ‘ফণীবাবু ভাইরাল’-এর শুটিংয়ের প্রয়োজনে তাঁরা সমুদ্রতীরে গিয়েছিলাম।’

সিনেমা প্রসঙ্গে নির্মাতা রাজু মজুমদার বলেন, ‘আমাদের গল্পের প্রেক্ষাপট আজকের আধুনিক গ্রাম, যেখানে সবার হাতেই পৌঁছে গেছে মুঠোফোন, প্রযুক্তি। এমনই এক গ্রামের আশির বছরের এক বৃদ্ধ ফণী ঘোষ তার স্ত্রী সুন্দরী, তার পরিবার, প্রতিবেশীদের কেন্দ্র করে আমাদের গল্প আবর্তিত হবে।’

রাজু যোগ করেন, ‘গল্পের কেন্দ্রীয় চরিত্র ফণীবাবু। জীবন সংগ্রামে বহু ওঠা-নামা, ভালো মন্দের মাঝেও নিজের পরিবারের প্রতি তিনি ছিলেন দায়বদ্ধ। আর তাই, বহু কষ্টে তিলতিল করে জমিজমা, বাড়ি সবই করেছেন। কিন্তু মজার বিষয় হলো, বর্তমানে বয়সজনিত কারণে পরিবার প্রতিবেশী সবার কাছেই সে হয়ে গিয়েছে বোঝা। এমন পরিস্থিতির মাঝে হঠাৎ একদিন রাতারাতি ফণীবাবু হয়ে যান সোশ্যাল মিডিয়া স্টার! এই ফণীবাবুর অতীত বর্তমান, রিল-রিয়েল লাইফের গল্পই মজার ছলে বলা হবে ‘ফণীবাবু ভাইরাল’ সিনেমায়।”

ইএইচ/