images

বিনোদন

বিয়ের দুই বছরের মাথায় ঘর ভাঙল জনপ্রিয় অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

১৬ জানুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম

বিয়ের দুই বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটলেন জনপ্রিয় পাঞ্জাবি অভিনেত্রী ম্যান্ডি তাখর। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে স্বামী শেখর কৌশলের সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ সম্পন্ন করেছেন তিনি। শুক্রবার দিল্লির সাকেত আদালত তাঁদের আবেদন মঞ্জুর করে আইনি বিচ্ছেদের অনুমতি দিয়েছে।

২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাক ঢোক পিটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন ম্যান্ডি ও শেখর। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে ব্যক্তিগত সমস্যার সৃষ্টি হয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৫ সালের শুরু থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। 

এরপর সম্পর্কের ইতি টানতে তাঁরা আদালতের দ্বারস্থ আলোচিত এ জুটি। শুক্রবার দিল্লির আদালত বিবাহবিচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ম্যান্ডি তাখরের আইনজীবী ইশান মুখার্জি। তবে অভিনেত্রীর ব্যক্তিগত গোপনীয়তার কারণে বিস্তারিত তথ্য প্রকাশ করতে রাজি হননি। 

অভিনেত্রীর বিচ্ছেদের খবরে ভক্তদের মন ভেঙেছে। কারণ ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সবসময়ই বেশ আড়ালে থাকতে পছন্দ করেন। বিচ্ছেদ নিয়ে ম্যান্ডি বা শেখর কেউই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। 

যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটনে বড় হওয়া অভিনেত্রী ম্যান্ডি তাখরের পৈতৃক নিবাস পাঞ্জাবের ফাগওয়াড়ার একটি গ্রামে। লন্ডনের কিংস্টন ইউনিভার্সিটিতে নাট্যকলা নিয়ে পড়াশোনা শেষ করে ২০০৯ সালে অভিনয়ের স্বপ্ন নিয়ে ভারতে আসেন। ২০১০ সালে ‘একাম– সান অফ সয়েল’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। 

image

২০১২ সালে গিপ্পি গ্রেওয়ালের বিপরীতে ‘মির্জা–দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে সাহিবা চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর ‘তু মেরা ২২ ম্যায় তেরা ২২’, ‘রাব্ব দা রেডিও’ এবং তামিল ছবি ‘বিরিয়ানি’-তে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।  

অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে সম্প্রতি মুক্তি প্রাপ্ত ‘এনা নু রেহনা সেহনা নি আউন্দা’ ছবিতে। 

ইএইচ/