বিনোদন ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম
দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত ‘বাহুবলী-২’ মুক্তির পর হুমড়ি খেয়ে পড়েছিলেন অভিনেতার ভক্তরা। এরপর ‘সাহো’,’রাধে শ্যাম’, ‘আদিপুরুষ’ একের পর এক ব্যর্থ ছবি দিয়ে বক্স অফিসে রাজত্ব হারাতে বসেছেন। ব্যর্থতার জাল ছিঁড়তে মারুতির ওপর ভরসা রেখেছিলেন প্রভাস। তবুও শেষ রক্ষ হলো না। গত শুক্রবার মুক্তি পেয়েছে হরর-কমেডি ছবি ‘দ্য রাজা সাব’। মুক্তির প্রথম দিনে বিশ্বজুড়ে ১০০ কোটি টাকার রেকর্ড ওপেনিং দিলেও, সাত দিনের মাথায় বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি।
গত ৯ জানুয়ারি ‘রাজা সাব’ দেখতে প্রেক্ষাগৃহে প্রবেশের সময় প্রধান ফটক ভেঙে ফেলার ঘটনা ঘটে। কিন্তু এক সপ্তাহের মাথায় সেই ভক্তরাই মুখ ফিরিয়ে নিচ্ছেন। প্রথম সপ্তাহ শেষে বিশ্বজুড়ে ছবিটির গ্রস কালেকশন দাঁড়িয়েছে মাত্র ১৯১ কোটি টাকা। যেখানে মুক্তির প্রথম দিনেই এসেছিল ১০০ কোটি, সেখানে পরবর্তী ছয় দিনে মাত্র ৯১ কোটি টাকা যোগ করতে পেরেছে ছবিটি। বৃহস্পতিবার ভারতের বাজারে ছবিটির নেট আয় ছিল মাত্র ৫.৬৫ কোটি টাকা। বর্তমানে ভারতের বাজারে ছবিটির মোট নেট সংগ্রহ ১৩০.৪০ কোটি টাকা।

প্রভাসের আগের সিনেমাগুলো বক্স অফিসে ব্যর্থ হলেও প্রথম সপ্তাহে আয়ের তুলনায় এগিয়ে ছিল। পরিসংখ্যান অনুযায়ী, ‘আদিপুরুষ’ এবং ‘সাহো’ প্রথম সপ্তাহে ৩০০ কোটি টাকার গণ্ডি পার করেছিল। সেই তুলনায় প্রায় ১১০ কোটি টাকা পিছিয়ে রয়েছে ‘দ্য রাজা সাব’।
প্রভাস ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, মালবিকা মোহনন, নিধি আগরওয়াল এবং বোমান ইরানির মতো বড় তারকা।
ইএইচ/