images

বিনোদন

ভোটার তালিকায় নাম নেই সৌম্যর

বিনোদন ডেস্ক

১৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আলোচনায় অভিনেত্রী সৌম্য ট্যান্ডন। গতকাল বৃহস্পতিবার সকালে বৃহত্তর মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) নির্বাচনে ভোট প্রদান করতে গিয়ে বিপাকে পড়েন অভিনেত্রী। মুম্বাইয়ে বসবাস করলেও ভোটার তালিকায় ছিল না তার নাম। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ভোট দিতে যাওয়ার আগে অনলাইনে পোলিং বুথের তথ্য মিলিয়ে নিয়েছিলেন। এমনকি প্রমাণের জন্য মোবাইলে স্ক্রিনশটও নিয়ে রাখেন। কিন্তু নির্দিষ্ট বুথে পৌঁছানোর পর সেখানকার কর্মকর্তারা জানান, তার নাম ওই তালিকায় নেই। তাকে অন্য একটি কেন্দ্রে যেতে পরামর্শ দেন ভোট কেন্দ্রের কর্মকর্তারা। 

355422183_1041069983965342

ভারতের সংবাদ সংস্থা এএনআইকে অভিনেত্রী সৌম্য বলেন, ‘আমি অনলাইনের তথ্য যাচাই করেই ভোট দিতে এসেছিলাম। আমার বিল্ডিংয়ের নিচে থাকা হেল্প ডেস্ক থেকেও আমাকে এই বুথেই আসতে বলা হয়েছিল। কিন্তু এখানে আসার পর তারা আমাকে অন্য ভোট কেন্দ্রে পাঠাচ্ছেন। অথচ সকালে নির্বাচন কমিশনের অনলাইন সাইটে ডালমিয়া কলেজের নাম দেখিয়েছিল। কেন এই বিভ্রান্তি তৈরি হলো আমি জানি না।’

হয়রানির শিকার হলেও ভোট দেওয়ার ব্যাপারে অনড় সৌম্য। অভিনেত্রীর ভাষ্য, ‘ভোট দেওয়া আমার অধিকার এবং আমার কর্তব্য। আমি অবশ্যই ভোট দিতে চাই।’

ubhehnfsslxg3cea38sg?w

উল্লেখ্য, ১৫ জানুয়ারি মহারাষ্ট্রের ২৯টি মিউনিসিপাল কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) সেই নির্বাচনের ভোটগণনা চলছে।

সৌম্য ট্যান্ডন ভারতীয় ছোটপর্দার পরিচিত মুখ। ‘অ্যায়সা দেশ হ্যায় মেরা’, ‘ভাবিজি ঘর পর হ্যায়’–এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি ২০০৭ সালে ‘জব উই মেট’ ছবিতে অভিনয় করেন। গত বছরের শেষ দিকে মুক্তিপ্রাপ্ত আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিতে উলফাত জাহান চরিত্রে অভিনয় করেছেন। এ ছবিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর. মাধবন এবং অর্জুন রামপাল প্রমুখ।