বিনোদন ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম
অভিনেত্রী শাহনাজ সুমির কাজের সংখ্যা অল্প হলেও নজর কেড়েছেন ব্যস্ত সহকর্মীদের মতোই। সম্প্রতি চাকরিতে যোগ দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
সংবাদমাধ্যমকে এ নিয়ে বলেন, ‘আমি ব্র্যাকের হেলথ প্রোগ্রামে যোগ দিয়েছি। বাংলাদেশে স্বাস্থ্যবিষয়ক নানা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানটি। বিগত দিনে নানা দুর্যোগেও ব্র্যাক সাধারণ মানুষের জন্য কাজ করেছে। আমি এমন একটা সেক্টরে যুক্ত হতে পেরে দারুণ খুশি।’
চাকরির পাশাপাশি অভিনয়ে সময় দেবেন বলে জানান সুমি। যদিও এরইমধ্যে দুটি সিনেমার কাজ ফিরিয়ে দিয়েছেন বলে জানালেন। তিনি বলেন, ‘পড়াশোনার চাপ থাকায় ছবি করতে পারিনি। দুটি ছবি চূড়ান্ত ছিল। কিন্তু যদি করতে যেতাম তাহলে সেমিস্টার ব্রেক হতো। আমার মনে হয়েছে, পড়াশোনাটা আগে শেষ করি। ছবির প্রস্তাব তো আসবেই। পরেও করা যাবে। নিয়ত ঠিক থাকলে জীবনে সব হয়।’
চাকরির কারণে অভিনয়ে ক্ষতি হবে না বলে মনে করছেন সুমি। কেননা এমনিতেই বছরে দুটি কাজের বেশি করেন না অভিনেত্রী। তার কথায়, ‘আমি কখনো বছরে দুটির বেশি কাজ করিনি। সব কাজ হাতে নিইও না। গত বছর ‘অন্ধকারের গান’ করেছিলাম। তার আগের বছর ‘মোবারকনামা’। এ বছর যদি ভালো কাজের প্রস্তাব পাই তখন শিডিউল মিলিয়ে নেব। ঝামেলা হওয়ার কথা নয়।’
সুমিকে সব শেষ দেখা গেছে ওয়েব কনটেন্ট ‘অন্ধকারের গান’-এ। গেল বছরের শুরুর দিকে মুক্তি পায় এটি। তার সঙ্গে ছিলেন মোশাররফ করিম।