images

বিনোদন

১২ বার হার্ট অ্যাটাকে অভিনেত্রীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

বিনোদন ডেস্ক

১৫ জানুয়ারি ২০২৬, ০১:০২ পিএম

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘সিনতোনিয়া’ খ্যাত শিশুশিল্পী মিলেনা ব্রান্দাওয় মারা গেছেন। গতকাল ৭ জানুয়ারি তীব্র মাথাব্যথা নিয়ে ব্রাজিলের গ্রানজাউ জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর ৯ জানুয়ারি তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১ বছর। 

শিশুশিল্পী মিলেনার মা থাইস ব্রান্দাও গণমাধ্যমকে জানিয়েছেন, মৃত্যুর আগে বুধ-বৃহস্পতিবারের (৭-৮ জানুয়ারি) মধ্যে মোট ১২ বার হৃদরোগে আক্রান্ত (কার্ডিয়াক অ্যারেস্ট) হওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও পরিবারের কাছে স্পষ্ট নয়। 

মিলেনার পরিবারের অভিযোগ, শুরুতে চিকিৎসকরা অবহেলা করা হয়েছিল। তার মা থাইস জানান, প্রথমবার হাসপাতালে নিয়ে গেলে কোনো পরীক্ষা ছাড়াই চিকিৎসক সাধারণ মাথাব্যথার ওষুধ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে ২৬ এপ্রিল একটি মডেলিং ইভেন্ট চলাকালীন পায়ে ব্যথার কারণে তাকে আবারও হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা কোনো সমস্যা খুঁজে পাননি। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।

মিলেনার আকস্মিক মৃত্যুতে ব্রাজিলের বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন সহকর্মী ও ভক্তরা। 

২০২৩ সালের অক্টোবরে এসবিটি চ্যানেলের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু মিলেনার। ছোট অভিনয় জীবনে ‘আ ইনফ্যান্সিয়া ডি রোমেউ ই জুলিয়েটা’ এবং ‘আ ক্যাভার্না এনক্যান্টাডা’র মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন। 

ইএইচ/