বিনোদন ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম
স্পষ্টবাদী হিসেবে শিল্পী সমাজে পরিচিতি আছে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের। এজন্য মাঝে মাঝে সমালোচনার টেবিলেও নাম আসে গায়কের।
সম্প্রতি এক টেলিভশনের অনুষ্ঠানে অথিতি হয়ে আসেন আসিফ। সেখানে দেশের কয়েকজন তারকার নাম উল্লেখ করে উপস্থাপক জানতে চায়, তাদের কী প্রশ্ন করতে চান সোজা কথার মানুষ আসিফ?
পরীমণিকে কী প্রশ্ন করতে চান জানতে চাইলে আসিফ বলেন, ‘পরীমণিকে যতটুকু দেখি সে একটু খামখেয়ালী। তাকে জিজ্ঞেস করব, তুমি আমাদের মুক্তি দেবে কবে। তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কীভাবে করবে সেটা আমাকে বলো।’
গায়ক বলেন, ‘তাকে (পরীমণি) আগেও জিজ্ঞেস করেছি। সে তো সবসময় হাসিখুশি থাকে। সবকিছু ক্যাজুয়ালি নেয়। দারুণ!’
শাকিব খানের কাছে আসিফ প্রশ্ন রাখতে চান, ‘শাকিবকে জিজ্ঞেস করব আপনি যখন ডায়লগ দেন তখন একরকম, গানের সময় হালকা মেয়েলি হয়ে যায়, চিকন গলা। যেখানে এন্ড্রু কিশোর গেয়ে এসেছেন, মিলু ভাই (খালিদ হাসান মিলু) গেয়েছেন, হাদি ভাই (সৈয়দ আব্দুল হাদী) গেয়েছেন। আমি গেয়েছি। বর্তমানে যাদের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন ওই টোনটা আপনার সাথে যাচ্ছে না। আপনি কীভাবে এনজয় করছেন। এই প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ প্লেব্যাক তো। প্লেব্যাকের গ্রামার থাকবে।’
দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ এনাম জেমসের কাছেও প্রশ্ন আছে আসিফের। নগরবাউলের সঙ্গে দেখা হলে গায়ক বলবেন, ‘আপনি এতবড় একজন গায়ক। কিন্তু বাংলাদেশের কোনো আন্দোলন সংগ্রামে আপনাকে দেখা যায় না। আপনার ফেসবুক আছে। সেখানে সবকিছু শেয়ার করেন। কিন্তু শিল্পীদের সমস্যা, দেশের সমস্যা— কোনোকিছুই যাচ্ছে না। আপনার মুখ থেকে কিছু বের হচ্ছে না। এটা আমি জিজ্ঞেস করব।’