images

বিনোদন

চালককে হেনস্তার অভিযোগে জনপ্রিয় অভিনেতা গ্রেফতার

বিনোদন ডেস্ক

১৪ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

রাইড-শেয়ারিং অ্যাপের এক চালককে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা কিফার সাউদারল্যান্ড। সোমবার (১২ জানুয়ারি) ভোরে লস অ্যাঞ্জেলসের হলিউড এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সোমবার মধ্যরাতে লস অ্যাঞ্জেলসের সানসেট বুলেভার্ড এবং ফেয়ারফ্যাক্স অ্যাভিনিউয়ের মোড়ে একটি গাড়িতে ওঠার পরপরই চালকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এই অভিনেতা। কথাকাটাকাটির একপর্যায়ে তিনি চালককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং প্রাণনাশের হুমকি দেন। 

আমেরিকা ভিত্তিক গণমাধ্যম ‘এনবিসি-ফোর ইনভেস্টিগেশন’-কে দেওয়া এক বিবৃতিতে লস অ্যাঞ্জেলস পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

gettyimages-2194414106.jpg?c=original&q=w

পুলিশ জানিয়েছে, সাউদারল্যান্ডের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক হুমকির মামলা দায়ের করা হয়েছে। কারা কর্তৃপক্ষের নথিপত্র অনুযায়ী, ৫০ হাজার ডলার মুচলেকায় ইতোমধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। আগামী ২ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কিফার সাউদারল্যান্ড জনপ্রিয় টিভি সিরিজ ‘২৪’-এর দুর্ধর্ষ এজেন্ট ‘জ্যাক বাউয়ার’ চরিত্রের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এ সিরিজে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এমি এবং গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেন। এছাড়া ‘স্ট্যান্ড বাই মি’, ‘দ্য লস্ট বয়েজ’ এবং ‘এ ফিউ গুড মেন’-এর মতো কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করে তিনি হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এখন পর্যন্ত সাউদারল্যান্ডের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।  

ইএইচ/