বিনোদন ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম
অভিনেতা আরশ খান প্রথমবার কাজ করলেন ওটিটি প্ল্যাটফর্ম চরকির কোনো কনটেন্টে। অরিজিনাল সিরিজটির নাম ’আঁতকা’। আজ (১৪ জানুয়ারি) রাত ১২টায় এটি মুক্তি পাচ্ছে প্ল্যাটফর্মটিতে। আরশের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। পর্দার জুটি হিসেবে এখন তারা বেশ দর্শকপ্রিয়। পর্দার বাইরে এই দুই অভিনয়শিল্পী ভালো বন্ধুও। বাস্তব জীবনে এই দুই বন্ধু একে–অপরকে কতটা জানেন? সম্প্রতি এক আলোচনায় সেই পরীক্ষা দিয়েছেন তারা।
পরীক্ষার শুরু হয় খেলার প্রসঙ্গ দিয়ে। সুনেরাহকে আরশ খানের প্রশ্ন- আমার প্রিয় ফুটবল টিম কোনটা?। সুনেরাহ– পর্তুগাল। আরশ– ঠিক।
সুনেরাহ– আমার রাশি কী? আরশ– লিও (সিংহ রাশি)। সুনেরাহ– ঠিক আছে, কিন্তু আমার যোডিয়াক কাস্প লিও–ভার্গো (কন্যা রাশি)।
আরশ– আমার প্রিয় অভিনেতা? সুনেরাহ– প্রিয় অভিনেতা বলা কঠিন। কিন্তু হুমায়ুন ফরিদী স্যার তোমার কাছে অনেক কিছু। হ্যাঁ সূচক মাথা নাড়েন আরশ।
সুনেরাহ– আমি কি সকালে উঠতে পারি? না কি রাত জাগি? আরশ– রাত জাগ। সুনেরাহ– এটা ঠিক। যদিও এখন এতটাও রাত জাগা হয় না। আর কাজ থাকলে সকালেও উঠতে পারি।
বলো, আমি কোনটা পছন্দ করি, ফোন না কি টেক্সট– প্রশ্ন আরশের। সুনেরাহ– ভিডিও কল।
এবার আরশের কাছে নিজের একটা সুপ্ত প্রতিভার কথা জানতে চাইলেন সুনেরাহ। আরশ বললেন, ’সুনেরাহ এটা সচরাচর করে না কিন্তু সে খুব ভালো রান্না করতে পারে।’ সায় দিলেন অভিনেত্রী।
দুজন যে দুজনকে ভালোই জানেন, সেটা আরও বোঝা গেল যখন একে অপরের লাভ ল্যাঙ্গুয়েজ (ভালোবাসার ভাষা) ব্যাখ্যা করলেন। আরশ জানালেন, সুনেহরার লাভ ল্যাঙ্গুয়েজ হলো দামি উপহার দেওয়া। আর আরশেরটা হলো, যাকে আরশ ভালোবাসে বা পছন্দ করে তাকে অনেক কষ্ট করে হলেও সেই জিনিসটা দেয়, যেটা সেই পছন্দের মানুষ ডিজার্ভ করে, জানান সুনেরাহ। বোনাস হিসেবে আরশের আরেকটা লাভ ল্যাঙ্গুয়েজ বলেন সুনেরাহ, ’অভিমান করা আরশের আরেকটা লাভ ল্যাঙ্গুয়েজ’।
সুনেরাহ সবচেয়ে ভয় পান কিসে? এমন দুইটা বিষয় বলেন আরশ। যার প্রথমটা হলো প্রতারণা। আর দ্বিতীয়টা হলো, ’যারা কোনো বিষয় নিয়ে ঝগড়া করে বা চিৎকার-চেচামেচি করে এমন মানুষ’। আরশের সিক্রেট ড্রিম (সুপ্ত স্বপ্ন) জানিয়ে সুনেরাহ বলেন, ’আরশ তার মেয়েকে রেসার বানাতে চায়’। বিষয়টি ঠিকমতো বোঝাবার জন্য আরশ বলেন, ’আমার যদি ভবিষ্যতে মেয়ে সন্তান হয় এবং আমি যদি তাকে রাজি করাতে পারি, তাহলে আমি চাইব সে আন্তর্জাতিক পর্যায়ের কার রেসার হোক।’ সঙ্গে সুনেরাহ জুড়ে দেন, ’সন্তানের মা–কে জিজ্ঞেস করে নিও, সে রাজি হবে কি না, কারণ এটা তো প্যারেন্টিংয়ের ব্যাপার।’
আরশের কোন ঘরানার সিনেমা পছন্দ? সুনেরাহ জানালেন হরর–কমেডি। কিন্তু আরশ জানালেন, এটা ভুল। কমেডি ভালো লাগে কিন্তু হরর সিনেমা আরশ দেখেন না, কারণ সে এটা খুবই ভয় পায়। অথচ তিনি অভিনয় করেছেন এমন সিরিজে, যেখানে কিছুটা ভৌতিক উপাদান রয়েছে। যদিও এই ভৌতিকতার সঙ্গে কমেডিও মিশে আছে। তাই অসুবিধা হয়নি তেমন। রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি।
প্রথমবার সিরিজের গল্প লেখার মতো ’আঁতকা’য় প্রথমবার প্লে–ব্যাক করেছেন রাবা খান। ১৩ জানুয়ারি রাতে প্রকাশ পেয়েছে তার গাওয়া ’হায় মন’ শিরোনামের গানটি। রোমান্টিং ঢংয়ের গানটিতে জুটি হিসেবে দেখা গেছে আরশ–সুনেরাহকে। আরাফাত মহসীন নিধির কম্পোজিশনে রাবা খানের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় আহমেদ। এর কথা লিখেছেন তন্ময় পারভেজ। চরকি ইউটিউব চ্যানেলে গানটি ভালোলাগার কথা জানিয়ে যাচ্ছেন দর্শক–শ্রোতারা। একজন লিখেছেন, ’দারুণ তো’। আরেকজন মন্তব্য করেছেন, ’গানটা শুনলে বোঝা যায়, কিছু অনুভূতি চিৎকার করে না—চুপচাপ ভেতরে ঢুকে যায়। আঁতকা সিরিজের এই গানটা ঠিক সেইরকম, শেষ হলে শব্দ থামে, কিন্তু মন থামে না’। আরেক দর্শক–শ্রোতার মতে, ’খুবই সুন্দর একটা গান’।
এরইমধ্যে প্রকাশ পেয়ে গেছে সিরিজটির ট্রেলার। যেখানে হরর–কমেডি ধাঁচের পাশাপাশি বড় করে পাওয়া গেছে একটি পরিবারকে। পারিবারিক গল্পে ডাল–পালা মেলেছে সিরিজটি, সঙ্গে আছে নানা টুইস্ট। একটু ধারণা দিয়ে রাবা খান বলেন, ”অনেকদিন এই গল্পটির ওয়ার্কিং টাইটেল ছিল ’নাপিত গল্প’।” ট্রেলার থেকে ধারণা পাওয়া যায় একটা ছেলে বিদেশ থেকে একেবারে দেশে চলে এসেছে এবং একটা সেলুন খুলতে চায়। এ কাজে পরিবার সমর্থন দিচ্ছে না। শেষ পর্যন্ত কী হয় জানা যাবে ১৪ জানুয়ারি রাতেই।
অনেক গুণী ও জনপ্রিয় শিল্পী অভিনয় করেছেন সিরিজে। এতে আছেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সাবেরী আলম, মৌসুমি নাগ, সোহেল মণ্ডল, ফারিহা রহমান, মুকুল সিরাজ, সুমন আনোয়ার, তন্ময় পারভেজ, দুর্জয়, আলিফ খান, ফারদীন খান, ফাহাদ রিয়াজ খান, ডালিয়া, আবু নায়েম।