বিনোদন ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম
ডুবে ডুবে জল খাচ্ছেন উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমান। অর্থাৎ, প্রেম করছেন তারা- এমন গুঞ্জন দুই বছরের বেশি সময়ের। কিন্তু স্বীকার করছিলেন না কেউই। বরং বিবাহিত রাফসানকে এতদিন ‘জাস্ট ফ্রেন্ড’ই বলে আসছিলেন জেফার।
অবশেষে সেই ‘জাস্ট ফ্রেন্ড’ থেকে স্বামী-স্ত্রী হতে চলেছেন রাফসান ও জেফার। বিয়ে করতে চলেছেন তারা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাফসান ও জেফার দুজনেই খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানিয়েছেন, বুধবার (১৪ জানুয়ারি) তাদের চার হাত এক হতে চলেছে।
গণমাধ্যমকে এ জুটি জানিয়েছেন, বুধবার ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর দুজন আনুষ্ঠানিকভাবে খবরটি প্রকাশ করবেন।
গায়িকা জেফারের প্রথম হলেও উপস্থাপক রাফসানের এটি দ্বিতীয় বিয়ে হতে চলেছে। এর আগে ২০২০ সালে তিনি সানিয়া সুলতানা এশা নামে এক চিকিৎসককে বিয়ে করেন। তিন বছরের সেই সংসার ভাঙে ২০২৩ সালের শেষ দিকে।
সে সময় ফেসবুকে খবরটি জানান রাফসান। লেখেন, ‘বিবাহ বিচ্ছেদের এই সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই সুন্দর সমাধান বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথচলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’
চুপ থাকেননি তার প্রাক্তন স্ত্রী এশাও। জানান, তিনি বিচ্ছেদ চাননি। কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করেছে।
এই বিচ্ছেদের কয়েকদিন আগেই গায়িকা জেফারের সঙ্গে রাফসানের প্রেমের সম্পর্ক নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়। ব্যাংককসহ দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় তাদের ঘনিষ্ঠভাবে দেখাও যাচ্ছিল।
ফলে ২০২৩ সালের শেষে এশার সঙ্গে রাফসানের বিচ্ছেদের পর অনেকেই মন্তব্য করেছিলেন, জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই সংসারটা টেকেনি। শেষমেশ সেই গুঞ্জনে পাকাপাকি সিলমোহর পড়তে চলেছে।
এএইচ