বিনোদন ডেস্ক
১৩ জুলাই ২০২২, ১২:০৭ পিএম
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পরাণ’ দিয়ে আলোচনায় রয়েছেন আইসক্রিম খ্যাত অভিনেতা শরিফুল রাজ। চলচ্চিত্রটিতে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে হচ্ছেন প্রশংসিত। কিন্তু এখনও এই আনন্দ তিনি ভাগ করে নিতে পারেননি স্ত্রী পরীমণির সঙ্গে। ইচ্ছা সত্ত্বেও তাকে নিয়ে সিনেমা হলে যেতে পারেননি। তবে খুব শিগগিরই পরীমণির সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই অভিনেতা।
এ প্রসঙ্গে রাজ নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ত্রী পরীমণিকে উদ্দেশ্য করে লিখেছেন, “তোমাকে নিয়ে ‘পরাণ’ দেখব বলেছিলাম প্রথম সপ্তাহে। নিজেই টিকেট পাচ্ছি না প্রিয় স্ত্রী। পরের সপ্তাহে দেখব।”

রাজের সেই পোস্টের মন্তব্যের ঘরে গিয়ে আনন্দে জড়িয়ে ধরার ইমোজি দিয়েছেন পরীমণি। স্বামীর এই সাফল্য ছুঁয়ে গেছে তাকেও। ‘পরাণ’ মুক্তির পর নেটদুনিয়ায় রাজকে শুভকামনা জানিয়েছিলেন পরীমণি। রাজকে কাছে পেয়ে দর্শকের উল্লাসের একটি ভিডিও প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘আমার পরাণটা দিলে তো কাঁপিয়ে। এভাবেই সামনে এগিয়ে যাও।’
গেল বছরের ১৭ অক্টোবর প্রেমের সাতদিনের মাথায় গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ ও পরীমণি। পরে চলতি বছরে ১০ জানুয়ারি নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মা হওয়ার খবর জানান পরীমণি। সেদিন সন্তানসম্ভবা হওয়ার খবরের সঙ্গে নিজেদের বিয়ের কথাও প্রকাশ্যে আনেন পরীমণি-রাজ।
আরআর