বিনোদন ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
বলিউডে সিনেমা নিষিদ্ধের জন্য আন্দোলন নতুন না। তবে এ অভিজ্ঞতা নতুন শিবকার্তিকেয়ন ও শ্রীলীলার জন্য। কেননা তাদের সিনেমা নিষিদ্ধের ডাক দেওয়া হয়েছে। অভিযোগ— ভারতের ইতিহাস বিকৃতি এবং ইন্দিরা গান্ধীকে অপমান। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
শিবকার্তিকেয়ন-শ্রীলীলার সিনেমা ‘পরাশক্তি’র বিরুদ্ধে এ অভিযোগ এনেছে তামিলনাড়ু যুব কংগ্রেস। ছবিটির ওপর নিষেধাজ্ঞা দাবি করেছে তারা। গতকাল ১২ জানুয়ারি এ নিয়ে যুব কংগ্রেস একটি বিবৃতি জারি করে।
তাদের দাবি, অবিলম্বে ‘পরাশক্তি’ ছবির নির্মাতাদের ক্ষমা চাইতে হবে। বিবৃতিতে বলা হয়, ছবির একটি দৃশ্যে ইন্দিরা গান্ধীকে খুবই নেতিবাচক ভঙ্গিতে দেখানো হয়েছে। খলচরিত্রের মতো সংলাপ রয়েছে তার মুখে।
বিবৃতিতে তাই লেখা হয়, “এই মূর্খদের দল জানে না, ইতিহাসে নাম রয়েছে এমন প্রয়াত জাতীয় নেতানেত্রীদের নিয়ে কাল্পনিক গল্প বলা যায় না। আইনের স্বীকৃতি নেই তাতে। লাগাতার ওরা এমন কিছু দৃশ্য রেখেছে, যার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই।”
অন্য একটি দৃশ্যে দেখা যায়, ১৯৬৫ সালে কংগ্রেস সরকার ঘোষণা করেছিল, পোস্ট অফিসের সমস্ত ফর্ম বাধ্যতামূলকভাবে হিন্দিতে হবে। এই তথ্য মিথ্যা দাবি করে তামিলনাড়ুর যুব কংগ্রেস।
এরকম একাধিক দৃশ্য ছবিতে আছে বলে দাবি যুব কংগ্রেসের। যেগুলো ছবি থেকে বাদ দেওয়ার পাশাপাশি নির্মাতাদের ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।